ওয়াইফাই রাউটারের মৌলিক সমস্যা ও তার সমাধান।
রাউটার একটি ডিজিটাল ডিভাইস হওয়ায় অনেক সময় বিভিন্ন ধরণের সমস্যা হয়ে থাকে। ওয়াইফাই রাউটারের সমস্যা সমাধান বা Wi-Fi Router Repair করতে হলে আমাদেরকে এর কিছু টেকনিক্যাল বিষয় সম্পর্কে জানা জরুরী।

রাউটার একটি ডিজিটাল ডিভাইস হওয়ায় অনেক সময় বিভিন্ন ধরণের সমস্যা হয়ে থাকে। ওয়াইফাই রাউটারের সমস্যা সমাধান বা Wi-Fi Router Repair করতে হলে আমাদেরকে এর কিছু টেকনিক্যাল বিষয় সম্পর্কে জানা জরুরী। আপনি যদি এ বিষয়গুলো জানেন তাহলে আপনি নিজেই আপনার কম্পিউটারে ওয়াইফাই রাউটারের সমস্যার সমাধান করতে পারবেন। আজকের লেখায় আমরা টিপি লিংক রাউটারের সমস্যা ও তার সমাধান সম্পর্কে জানাবো। কারণ টিপি লিংক রাউটারের সমস্যা এবং অন্যান্য রাউটারের সমস্যা সমাধানের নিয়ম কম বেশি একই রকম। তাই আপনি যদি আজকের লেখাটা মনোযোগ দিয়ে পড়েন তাহলে যে কোনো রাউটারই সহজেই Repair করতে পারবেন। মূলকথা হলো যে কোনো একটি Wi-Fi Router Repair করার নিয়ম শিখে নিলে অন্য সব রাউটারগুলো একই নিয়মে Repairing করতে পারবেন।
রাউটারের সমস্যা ও সমাধান
ইন্টারনেট চালাতে গিয়ে অনেক সময় আমরা আমাদের ওয়াইফাই রাউটার সম্পর্কিত বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। সেই সময় আমদের করণীয় কি তা বুঝে উঠতে পারিনা। আজকের লেখায় আমি ওয়াইফাই রাউটার এর কমন কিছু সমস্যা এবং Wi-Fi Router Repair করার দারুন কিছু টিপস নিয়ে আলোচনা করবো, যে টিপসগুলো সঠিকভাবে অনুসরণ করলে আপনার ওয়াইফাই রাউটারের বিভিন্ন সমস্যার সমাধান করে ফেলতে পারবেন নিজে নিজেই। তাহলে আসুন জেনে নেয়া যাক কিভাবে Wi-Fi Router Repair করে আবার নেট কানেকশন চালু করা যায়।
১। রাউটার এর পাওয়ার চেক করা
আপনি যদি দেখেন যে হঠাৎ আপনার ডিভাইসের নেট কানেকশন বন্ধ হয়ে গেছে এবং Connections-এ Not Connected লেখা আসে তাহলে সবার আগে খেয়াল করুন যে আপনার Wi-Fi রাউটার এ পাওয়ার কানেকশন ঠিক আছে কি না বা করেন্ট আছে কি-না। এটা হতে পারে লুজ কানেকশনের জন্য বা রাউটারের এডপটার খারাপ হয়ে যাওয়ার জন্য। অনেক সময় দেখা যায় যে বিদ্যুৎ সংযোগে ত্রুটির কারণে রাউটার ঠিকভাবে লাইন পাচ্ছে না। ফলে Wi-Fi রাউটার এর পাওয়ার সাপ্লাই সঠিকভাবে হচ্ছে না। আর যদি দেখেন যে রাউটারে পাওয়ার আছে এবং রাউটারের ইন্ডিকেটর লাইটগুলো সব ঠিক-ঠাক জ্বলছে তাহলে পরের ধাপে কাজ করুন।

২। ওয়াইফাই রাউটার-এ ইন্টারনেট সংযোগ চেক করা
দ্বিতীয় ধাপের শুরুতে আপনি যা করবেন তা হলো আপনার রাউটার এর ইন্টারনেট সংযোগ ঠিক আছে কি না তা পরীক্ষা করা। ভালোভাবে চেক করুন আপনার ব্রডব্যান্ড লাইন ঠিক আছে কি-না। অনেক সময় দেখা যায় যে আমরা বুঝতে পারিনা যে লাইন আছে কি না গেছে। তাই পাওয়ার চেক করার পরেই ইন্টারনেট আছে কি-না তা চেক করুন।
৩। কম্পিউটার রিস্টার্ট (COMPUTER RESTART) করুন
এটি আপনার ওয়াইফাই রাউটার এর সমস্যা ও তার সমাধানের একটা গুরুত্বপূর্ণ ধাপ। বেশিরভাগ ক্ষেত্রে কম্পিউটার রির্স্টাট করলে অনেক সমস্যা স্বয়ংক্রিয়ভাবে Repair বা ঠিক হয়ে যায়। তাই পাওয়ার কানেকশন ও নেট থাকার পরেও যদি আপনার কম্পিউটারে নেট সংযোগ না আসে তাহলে প্রথমে রিস্টার্ট করে নিবেন। এর পরেও যদি দেখেন যে নেট সংযোগ আসছে Connections- Not Connected আসছে তাহলে চতুর্থ ধাপের কাজ শুরু করুন।
৪। ওয়াইফাই রাউটার রিস্টার্ট (Wifi Router Restart) করুন
অনেক সময় রাউটার হ্যাং করে থাকে। যদি দেখেন যে কম্পিউটার রির্স্টাট করার পরেওনেট কনেকশন আসছে না তাহলে আপনার Wi-Fi রাউটারটি রিস্টার্ট করে নিন। যখন ডাউনলোড চাপ বেশি পড়ে তখন সাধারণত রাউটার হ্যাং করে থাকে, যে কারণে নেট ডিস্কানেক্ট (Disconnected) হয়ে যায়। এরকম ক্ষেত্রে Wi-Fi রাউটার রিস্টার্ট করে নিলে এ ধরণের সমস্যা থাকলে তা Repair বা ঠিক হয়ে যায়। আর যদি দেখেন যে Wi-Fi Router Restart করার পরেও ইন্টারনেট সংযোগ পাচ্ছে না তাহলে পঞ্চম ধাপের কাজ শুরু করুন।
৫।ওয়াইফাই রাউটার রিসেট (WI-FI ROUTER RESET) করুন
ওয়াইফাই রাউটার রিস্টার্ট করার পরও যদি দেখেন যে ইন্টারনেট সংযোগ পাচ্ছে না তাহলে রাউটারের পিছনে থাকা রিসেট বাটনে ক্লিক করে Wi-Fi Router Reset করে ফেলুন এবং নতুন করে পাসওর্য়াড সেট করে আবার চালু করুন। যদি রাউটার-এ কোন সমস্যা থাকে তাহলে রাউটার রিসেট করে ফেললে অনেক সমস্যা স্বয়ংক্রিয়ভাবে সেরে যায়। যদি এর পরেও নেট সংযোগ না হয় তাহলে কম্পিউটারের নেটওয়ার্ক সেটিং-এ যেতে হবে। সেখান থেকে ট্রাবল স্যুটিং করতে হবে। নেটওয়ার্ক ট্রাবল-স্যুটিং এর অনেক টিউটোরিয়াল ইউটিউবে পেয়ে যাবেন।
৬। ওয়াইফাই রাউটার সেট-আপ করুন
নেটওয়ার্ক ট্রাবল-স্যুটিং আর রাউটার সেট-আপ বিষয়টা অনেকটা একই রকম। তাই আপনি যদি ট্রাবল-স্যুটিং আয়ত্ত করতে পারেন তাহলে সহজেই রাউটার সেট-আপ করতে পারবেন। আপনি যখন রাউটার কিনেন তখন রাউটারের সাথে একটি গাইড বই দেয়া থাকে। সেই গাইড বই দেখে ওয়াইফাই রাউটার ম্যানুয়ালী সেটআপ করে ফেলুন।
৭। ওয়াইফাই রাউটারের রেঞ্জ (Router Range) চেক করুন
আপনার রাউটারের রেঞ্জ সম্পর্কে ধারণা থাকা জরুরী। রাউটারের রেঞ্জ ডিসটেনশন জানা না থাকলে অনেক বিষয় মৌলিক বিষয় সম্পর্কে অজনা থেকে যাবে। যেমন – কোথায় রাউটার স্থাপন করবেন, কত দূরে রাখবেন, কিভাবে করবেন, ভালো কানেকশনের জন্য কি কি করবেন ইত্যাদি। একারণে রাউটারের রেঞ্জ সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে জানা আপনার একান্ত জরুরী। স্বাভাবিকভাবেই ভালো মানের Wi-Fi রাউটারের রেঞ্জ বেশি হয়ে থাকে। তাছাড়াও কম দামের মধ্যে ভালো রাউটার পাওয়া যায় যেগুলোর রেঞ্জ অনেক বেশি থাকে। কম দামের মধ্যে সেরা ১০টি রাউটার সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।

৮। ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করুন
অনেক সময় দেখা যায় যে অনুরোধের ঢেঁকি গিলতে মানুষ গণহারে Wi-Fi রাউটারের পাসওয়ার্ড মানুষকে বিতরণ করতে হয়। যে কারণে রাউটারের উপর অনেক বেশি প্রেশার পড়ে। এর অন্যতম কারণ হলো যাদেরকে আপনি রাউটারের পাসওয়ার্ড দেন তারা মূলত ডাউনলোডের জন্য Wi-Fi Network ব্যবহার করে থাকে। যখন আপনার রাউটারে একসাথে অনেক ডিভাইস সংযুক্ত থাকে তখন Wi-Fi Router উপর অনেক লোড পড়ে, যে কারণে রাউটার হ্যাং করে, ফলে বিভিন্ন ধরণের সমস্যা হয়। তবে উইন্ডোজ 10 কম্পিউটারে Wi-Fi Troubleshooting থেকে Identity & Repair network settings এ গিয়ে ইন্টারনেট কানেকশন সংক্রান্ত নানা সমস্যার সমাধান পেতে পারেন।
এরপরেও যদি সমস্যা দেখা দেয় তাহলে রাউটারে আবার নতুন করে নাম পাসওয়ার্ড সেট করে আরেকটি SSID খুলুন। যদি এতেও যদি সমস্যা থেকেই যায় তাহলে রাউটারকে রিসেট দিয়ে আবার নতুন করে কনফিগারেশন করুন। আর যদি এরপরও সমস্যা থাকলে বুঝে নিবেন আপনার জন্য দুঃসংবাদ আপনার রাউটারটি নষ্ট হয়ে গেছে। যদি ভালো সার্ভিস পেতে চান তাহলে নতুন একটি রাউটার কিনে ফেলুন। তবে রাউটার কেনার আগে যে যে বিষয়গুলো খেয়াল রাখতে হয় তা অবশ্যই জেনে নিবেন। এছাড়া আপনি অন্য একটি রাউটার দিয়ে নেটলাইন চেক করে দেখতে পারেন।
৯। ওয়াইফাই রাউটারের ইন্টারনেট স্পীড চেক করুন
আপনার ইন্টারনেট সংযোগ নিয়মিত চেক করুন। আপনার সংযোগের ইন্টারনেট স্পিড চেক করার জন্য বিভিন্ন সাইট পাবেন যখানে ফ্রীতে ইন্টারনেট স্পিড চেক করতে পারবেন। fast.com, speedtest.net এর মতো সাইটগুলো আপনাকে ভালো অভিজ্ঞতা দিবে। এখানে আপনাকে আপলোড স্পিড ও ডাউনলোড স্পিড সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আর যদি নেটের কোনো সমস্যা থাকে তাহলে আপনার ইন্টারনেট সার্ভিস প্রেভাইডারের সাথে যোগাযোগ করে আপনার নেট এবং Wi-Fi Router Repair করে নিতে পারেন।
উপরের আলোচনায় Wi-Fi রাউটার এর মৌলিক সমস্যা এবং এর সমাধানসমূহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি লেখাটি আপনাদের উপকারে আসবে। ওয়াইফাই রাউটার সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।