আমাজন সম্পর্কে কিছু মজার তথ্য

অনলাইনে বিশ্বের সবচেয়ে রিটেইলার তথা খুচরা বিক্রেতা আমাজন।জেফ বেজোস -এর হাতে প্রতিষ্ঠিত আমাজন এরই মধ্যে সগর্বে পার করেছে বিশ বছর, একের পর এক সাফল্যের ধারায় নিজের ব্যাংক ব্যালেন্সকেও নিয়ে গেছে ঈর্ষণীয় পর্যায়ে। এ অবসরে আমাজন -এর কিছু মজার তথ্য। 

আমাজন সম্পর্কে কিছু মজার তথ্য
আমাজন সম্পর্কে কিছু মজার তথ্য

অনলাইনে বিশ্বের সবচেয়ে রিটেইলার তথা খুচরা বিক্রেতা আমাজন।জেফ বেজোস -এর হাতে প্রতিষ্ঠিত আমাজন এরই মধ্যে সগর্বে পার করেছে বিশ বছর, একের পর এক সাফল্যের ধারায় নিজের ব্যাংক ব্যালেন্সকেও নিয়ে গেছে ঈর্ষণীয় পর্যায়ে। এ অবসরে আমাজন -এর কিছু মজার তথ্য। 

⚫ আমাজনে প্রথাগত কর্পোরেট মিটিংয়ের চল নেই।মিটিংয়ের সময় পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন একেবারে নিষিদ্ধ। তার বদলে প্রতিটি মিটিং শুরু হয় এিশ মিনিটের একটিসেশন দিয়ে। যেখানে মিটিংয়ের আলোচসৃচি নিরবে পাঠ করেন অংশগ্রহণকারিরা।  এভাবে সমালোচনামৃলক চিন্তাকে উৎসাহিত করা হয় ফলো আমাজনের   কতাববেক্তিরা মনে করেন। 

মজার তথ্য গুগল Google


⚫ দলিয় কমকান্ডকে উৎসাহিত করে আমাজন, তবে একটি দলে সবচ্চ  ক”জন  সদসো থাকবে সেটি ঠিক করার জনো সংগঠনটির   অভন্তরিণ নিয়ম হচ্ছে --- দুটো  পিজা ভাগ করে স্বচ্ছন্দে থেতে পারবে এমন সংখোক সদসই একটি দলে থাকা উচিত। 


⚫ শুরুর দিকে খরচ বাঁচানোর জনো আমাজনের  কমিদের ডেস্ক তৈরি করা হতো দরজার কাঠ দিয়ে। শোনা যায়,  এখনও কোনো কমি  বেয়সাশ্রয়ের জনো  ভাল কোনো পস্থা উদ্ভাবন করতে পারলে তাকে একটি     
”ডোর ডেস্ক  আওয়াড ” দিয়ে পুরষ্কৃত করা হয়। 

মার্ক জাকারবার্গ এর মজার তথ্য

⚫ কিপটামির জনো আমাজনের খতি আছে।  আমাজব-এর কেফেতে কোনোরকম ভতকি  দেওয়া হয় না, ভেল্ডিং মেশিন থেকে লাইটবাল্বগুলো খুলে নেওয়া হয়েছে বিদুৎ সাশ্রয়ের জনো, আর নতুন নিয়োগ প্রাপ্ত কমির হাতে পাওয়ার আডাপ্টার, লেপটব ডক আর দরকারি কাগজ পএ ভতি  একটি বেকপেক দিয়ে বলা হয় চাকরি থেকে চলেযাওয়ার সমস এগুলো ফেরত দিয়ে যেতে! 

⚫ কেউ ইচ্ছা করলে আমাজনের কোনো বেপারে  Jeff@Amazon com--- এই ঠিকানায় মেইল করতে পারেন জেফ বেজোসকে।  শোনা যায়,  অভিযেগ যদি খাটি হয়  তাহলে সংশ্লিষ্ঠ  কমির কাচে মেইলটি ফরওয়াড করে দেন বেজোস। সংগে থাকে একটা মাএ চিন্হ :
,? ।


⚫ সহকর্মিদের ওপর গায়ের ঝাল মিটানোর বেপারে বেজোস  এর কুখ্যাতি আছে। সাবেক কর্মীদের কাছ থেকে জায়া যায় ,তার সবচেয়ে কঠিন দুটো খেদোক্তি হচ্ছে : দুঃখিত ,আজকে কি আমার ষ্টুপিড পিলটা, খেয়েছি, এবং এই আইডিয়া আরেকবার শুনলে আত্তহতা করবো করবো আমি।

⚫ নব্বইয়ের দশকে একটি হেজ ফাল্ড  এ চাকরি করার সময় স্ত্রী মেকেন্জির  সাথে পরিচয় হয় জেফ বেজাসোর। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে মেকেন্জির ভাষ্য," ওর পাশের অফিসে কাজ করতাম আমি,  আর সারাদিন তার সেই বিখাত হাসি শুনতে পেতাম। এই হাসি হাসি শুনলে কারো প্রেমে না পড়ে থাকা যায়?  একে অন্যের সঙ্গে দেখা সাক্ষাৎ  শুরুর ছয় মাসের মদে বিয়ে করেন তারা।  বেজোস দম্পতির চার সন্তান : তিনটা ছেলে আর একটা  মেয়ে।

ফেসবুক নিয়ে মজাদার এবং অজানা কিছু তথ্য

⚫ আমাজনের কয়েকজন কমি চাকরি ছাড়ার পর নিজেরাই সফল প্রযুক্তিতে কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। এদের মদে জেসন ক্লেয়ার প্রতিষ্ঠা করেছেনহলু(Hulu)আর বেসেল(vessel),আর চালি চিভার প্রতিষ্ঠা করেছেন কোরা (Quora)।


⚫ গত বিশ বছরে অনেকগুলো প্রতিষ্ঠানকে কিনে নিয়েছে আমাজন। এর মধে সবচেয়ে বেশি টাকা খসেছে কাপর ও জুতার অনলাইন শপ ”জাপোস”-কে কিনতে, অস্কটা ছিলো ১২০ কোটি ডলার । ২০১৩ সালে আড়াইশো মিলিয়ন ডলারে বিখাত পএিকা  .ওয়াশিংটেন পোষ্ট. কেনেন বেজোস ।

{টেক-টপ-২৪} ওয়েবসাইটে লিখুন এবং উপার্জন করুন পেমেন্ট বিকাশ


⚫ ২০০০ সালে ব্লু অরিজিন নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন জেফ বেজোস যেটির কাজ মহাশূন্যে পর্যটন।  এ ছাড়া পশ্চিম টেক্সাসে বিপুল অথ বেয়ে এমন একটি ঘড়ি নিমাণের কাজে হাত দিয়েছেন তিনি যেটি দশ হাজার বছর ধরে সময় দিতে পারবে। 


⚫.টাইম ইজ মানি. -- এ কথাটা ই-কমাস   জায়ান্ট আমাজন -এর জনো অখরে অখরে সতি। ২০১৩ সালে ৪০ মিনিটের জনো এাশ  করেছিল আমাজনের ওয়েবসাইট ।ঐ ৪০মিনিটে আমাজনের খতি হয় প্রায় ৫০কোটি টাকা।