গুগল থেকে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করার নিয়ম

আসসালামু আলাইকুম। সম্মানিত টেকটপ২৪ বাসী আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আমি তো ভুলেই গেছি Techtop24 সাইটে তো থাকলে ভাল থাকারই কথা। এই ভাল থাকাকে ভালবাসায় পরিণত করতে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি টিউটোরিয়াল। আশা করি আর্টিকেলের শেষ না হওয়া পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। তাহলে জেনে নেওয়া যাক কপিরাইট কি এবং গুগল থেকে কিভাবে কপিরাইট ডাউনলোড করবেন।
কপিরাইট আসলে কি?
কপিরাইট সংবিধান দ্বারা পরিচালিত একটি গুরুত্বপূর্ণ আইন। কোন লেখকের মৌলিক সৃষ্টিকর্মকে একটি নিদিষ্ট সময় পর্যন্ত অধিকার প্রদান করা। অর্থাৎ অন্য কেউ যে কোন লেখক বা শিল্পীর আবিষ্কারকে লেখকরের অনুমতিতে ব্যবহার বা কপি করতে না পারে তার জন্য একচ্ছত্র অধিকার প্রদান করা। যদি কেউ কেউপ্রদান করে তাহলে লেখক বা শিল্পী মামলার মাধ্যমে আদালত কর্তৃক ক্ষতিপূর্ণ পাবে। উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করা যাক,ধরুন আপনি একজন রাইটার। আপনি একটা বই লিখলেন এবং বইটির কপিরাইট করিয়ে নিলেন। এখন কেউ চাইলে আপনার অনুমতি ছাড়া সেটা কোথাও নিজের নামে বিক্রি করতে পারবে না। যদি করে তাহলে কপিরাইট আইন অনুসারে আপনি ক্ষতিপূরণ তো পাবেই সাথে কপিরাইট ভঙ্গকারীকে শাস্তি প্রদান হবে।
কোন কোন বিষয় বস্তুতে কপিরাইট নিবন্ধন করানো যায়
অনেকে মনে করে শুধু লেখকবৃন্দ বইয়ের কপিরাইট নিতে পারে। আসলে এই ধারণা পুরাপুরি ভুল। বাংলাদেশের কপিরাইট আইন ২০০০ অনুসারে, সাহিত্য বা কোন লেখা, শিল্পকর্ম, গান, চলচিত্র, ভাস্কর্য, যেকোন বিষয়ে লেকচার, স্থাপত্য, নকশা,ছবি বা ভিডিও এর জন্য কপিরাইট স্বত্ব প্রদান করা হয়। তবে বর্তমানে প্রোগ্রামিং ও মোবাইল অ্যাপ্লিকেশনে কপিরাইট স্বত্ব প্রদান করা যায়।
এতক্ষণ তো কপিরাইট কি সেটা জানলেন এইবার আমরা আর্টিকেলের মূল পর্বে ফিরি। বর্তমানে অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য কেউ কনটেন্ট রাইটিংয়ের কাজ করে, কেউ কেউ ইউটিউব ও ফেসবুকে ভিডিও তৈরি করে। আবার কেউ নিজে ওয়েব সাইট তৈরি করে লেখালেখি করে ইনকামের চেষ্টা করে। কে কি করল সেটা তার ব্যক্তিগত বিষয় হলেও সবাই কোন না কোন সময় একটা সমস্যায় পড়ে। আর সেটা হল কপিরাইট ফি ইমেজ বা ভিডিও ডাউনলোড করতে। ইন্টারনেটে কপিরাইট ফ্রি কনটেন্ট বিনামূল্যে ডাউনলোড করার অনেক সাইট থাকলেও অনেক সময় সেখানে মনের মত ছবি পাওয়া যায় না। যার কারণে আমরা কপিরাইট ফ্রি ইমেজ খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যায়।
কিন্তু আমরা অনেকে জানি না সরাসরি গুগল থেকেই কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করা যায়। তাই আপনি আর খুঁজাখুঁজি না করে নিচের বাকি আর্টিকেলটি দেখে নিন। ইনশাআল্লাহ্ আপনিও এখন থেকে সরাসরি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে গুগল থেকে ইমেজ ডাউনলোড করার প্রসেসটি দেখে নেওয়া যাক।
গুগল থেকে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করার পদ্ধতি
গুগল থেকে সরাসরি কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করতে প্রথমে আপনার মোবাইলে থাকা Google Chrome ব্রাউজারে প্রবেশ করেন। তারপর নিচের মত করে পেইজটি ডেক্সটপ মোড করে নিন। ডেক্সটপ মোড করার জন্য মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজারের উপরের ডান দিকে থাকা থ্রি ডট বাটনে ক্লিক করুন। যারা জানেন না তারা নিচের স্ক্রিনশর্টটি দেখে নিতে পারেন।
নোটঃ স্কিনশর্টের ওপরে থাকা ছোট ছোট টেক্স গুলো পড়ে নিবেন কারণ সেখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়। যে গুলো স্কিনশর্টে বুঝানো কখনো সম্ভব হয় না
ওপরে দেখানো স্কিনশর্টের মত থ্রি ডট বাটনে ক্লিক করার পর নিচের মত কতগুলো অপশন পাবেন। সেখান থেকে Desktop Site নামে লেখার ওপর ক্লিক করে অপেক্ষা করুন।
Desktop Site এটি অন করে দিলে আবার আগের মত ব্রাউজারে পেইজটি দেখতে পাবেন। এইবার আপনি Search or Type web address এ আপনার যে রকম ছবি লাগবে সেই রিলেটেড নাম লিখুন। আমি আপনাদের দেখানোর জন্য Facebook Logo লিখে সার্চ দিলাম। তারপর নিচের মত পেইজ দেখতে পাবেন। দেখতে পাবেন আপনার মোবাইলটা দেখতে কম্পিউটারের মত হয়ে গেছে। যাই হোক নিচের মত যেই পেইজ আসবে সেখান থেকে লাল তীর চিহ্ন দিয়ে দেখানো Settings নামে অপশনে ক্লিক করে দিবেন। চলুন তারপর কি করতে হবে দেখে আসি।
Settings অপশনে ক্লিক করে দেওয়ার পর নিচের মত কত গুলো নতুন অপশন দেখতে পাবেন। সেখান থাকা অপশন থেকে Advanced Search টি সিলেক্ট করে দিন। আপনি ইংরেজি লেখাটি বুঝতে না পারলে নিচের স্কিনশর্টটি লক্ষ করুন।
Advanced Search এ ক্লিক করার পর নিচের মত একটা পেইজ দেখতে পাবেন। সেখান থেকে Usage Rights নামের জায়গাটা খুঁজে বের করে নিন। তারপর তার পাশে থাকা ড্রপ ডাউন থেকে Free to use, share or modify even commercially অপশনটি খুঁজে বের করে দিন। সাবধানতার সাথে ক্লিক করে দিবেন যাতে ভুলটা সিলেক্ট করে না দেন কেননা সব গুলো দেখতে প্রায় একই রকম। সিলেক্ট করার পর তার নিচে থাকা আবার Advanced Search নামের ওপর ক্লিক করে দিবেন। আশা করি এটি বুঝতে সমস্যা হবে না। যদি সমস্যা হয় তাহলে নিচের স্কিনশর্ট দেখে দেখে করে নিবেন।
তারপর নিচের মত একটা পেইজ দেখতে পাবেন। এখন এই পেইজে যত গুলো ইমেজ দেখতে পাচ্ছেন সব গুলো ইমেজই কপিরাইট ফ্রি ইমেজ। আপনার যত ইমেজ লাগবে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেখতে ট্রিকটি অনেক বড় মনে হলেও আসলে এটি ১ মিনিটের কাজ। আমি স্কিনশর্ট শেয়ার করে আপনাদের একেবারে সহজ ভাবে দেখাচ্ছি বলে আর্টিকেলটি বড় মনে হচ্ছে।
আর্টিকেলের শেষেঃ আশা করি আজকের আর্টিকেল আপনাদের কাছে ভাল লাগেছে। যদি ভাল লাগে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আর্টিকেলে কোথাও কোন ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট করে জানাতে পারেন। আজ এখানে শেষ করব আজকের টিউটোরিয়ালটি দোয়া করি আপনারা সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন আর পারলে টেকটপ২৪ সাইটের ভাল থাকুন। আল্লাহ হাফেজ
যে কোন প্রয়োজনে ফেসবুকে আমার সাথে যোগাযোগ করার ঠিকানাঃ যোগাযোগ করতে এখানে ক্লিক করুন