মজার তথ্য গুগল Google

গুগল নামের ইতিহাস অনেকেই জানেন। ১-এর পেছনে ১০০ টি শূন্য বসালে যে সংখ্যা হয় তাকে Googol বলে, এই Googol শব্দটিই লেখার সময় ভুল বানানের কারণে হয়ে যায় Google, যা আর পাল্টানো হয়নি।  এ তথ্যটি জানলেও অনেকে যা জানেন না তা হচ্ছে, শুরুতে সার্চ ইঞ্জিনটির নাম ছিল ব্যাকরাব।  চলুন গুগল সম্পর্কে মজার ও অজানা কিছু তথ্য জেনে নিই-

মজার তথ্য গুগল Google

গুগল নামের ইতিহাস অনেকেই জানেন। ১-এর পেছনে ১০০ টি শূন্য বসালে যে সংখ্যা হয় তাকে Googol বলে, এই Googol শব্দটিই লেখার সময় ভুল বানানের কারণে হয়ে যায় Google, যা আর পাল্টানো হয়নি।  এ তথ্যটি জানলেও অনেকে যা জানেন না তা হচ্ছে, শুরুতে সার্চ ইঞ্জিনটির নাম ছিল ব্যাকরাব।  চলুন গুগল সম্পর্কে মজার ও অজানা কিছু তথ্য জেনে নিই-

১) এক সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে ব্যবহারকারীর সার্চ কোয়েরির উত্তর দেওয়ার আগে প্রায় ২০০ টি বিষয় বিবেচনা করে। 


২) গুগল বানানটির সম্ভাব্য যত রকমের ভুল হতে পারে তার সবগুলো দিয়েই ডোমেইন নাম কিনে রেখেছে গুগল। এ রকম কয়েকটি নাম হচ্ছেঃ Gooogle. com, Gogle.com, Googlr.com ইত্যাদি। এ ছাড়া 466453.com ধরনের আরো অনেক অদ্ভুত নামও নিবন্ধন করে রেখেছে গুগল। 


৩) প্রতি সেকেন্ডে বিশ্বজুড়ে গুগল সার্চ করা হয় ২০ লাখেরও বেশি। আরও জানতে ক্লিক করুন ফেসবুক নিয়ে মজাদার এবং অজানা কিছু তথ্য


৪) ২০১২ সালে চেরোকি ভাষায় সার্চিংয়ের ব্যবস্থা করে গুগল, পৃথিবীতে যে ভাষাভাষির সংখ্যা হাতে গোনা যায়। 


৫) নানা উপলক্ষে গুগলের লোগো বদলে দেয় গুগল, গুগল ডুডল বলা হয়। গুগলের প্রথম ডুডল তৈরি হয় ১৯৯৮ এর আগস্ট মাসে। গুগলের দুই বস সার্জি ব্রিন ও ল্যারি পেজ নেভাদা যাচ্ছিলেন এক উৎসবে যোগ দিতে। তাঁরা যে দিনকয়েক সেই উৎসবে থাকবেন সেটি সবাইকে জানান দিতে উৎসবের লোগো দিয়ে তৈরি হয় প্রথম ডুডল। 


৬) ২০১৩ সালে গুগল আয় করে সাড়ে পাঁচ হাজার কোটি মার্কিন ডলার। এর ৯১ শতাংশই আসে বিজ্ঞাপন থেকে।

 
৭) গুগলের সার্চ ইনডেক্সের আকার ১০০ মিলিয়ন গিগাবাইটের ও বেশি। এই পরিমাণ ডাটা সংরক্ষণ করতে এর টেরাবাইট ধারণক্ষমতার ড্রাইভ লাগবে এক লাখের মতো। আরও জানতে ক্লিক করুন গিগের Rank চলে যাওয়ার কারণ এবং এর সম্ভব্য সমাধান


৮) গুগলের স্ট্রিট ভিউ ম্যাপ এর জন্য এটি প্রায় পঞ্চাশ লক্ষ মাইল রাস্তার ছবি তুলে রেখেছে।

৯) ইউটিউবে প্রতি মাসে প্রায় ৬০০ কোটি ঘন্টা ভিডিও দেখা হয়। বিশ্বের সব মানুষের মধ্যে এটি ভাগ করে দিলে সবার ভাগে এক ঘন্টার মতো করে পড়বে।

১০) গুগলের হোম পেজটি এত সাধারণ হওয়ার কারণ হচ্ছে,  এর দুই প্রতিষ্ঠতার কেউই এইচটিএমএল জানতেন না, এবং দ্রুত কাজ করতে পারে এমন একটা ইন্টারফেস চাচ্ছিলেন তিনি। 'সাবমিট ' বাটনটিও যোগ করা হয় অনেক পরে। এটির আবির্ভাবের আগ পর্যন্ত এন্টার চেপেই কাজ চালাতে হতো।

১১) বিশ্বে গুগলের হাতেই আছে অনুবাদকদের সবচেয়ে বড় দলটি। আরও জানতে ক্লিক করুন মার্ক জাকারবার্গ এর মজার তথ্য

১২) ২০১০ সাল থেকে এ পর্যন্ত গুগল গড়ে প্রতি সপ্তাহে একটির বেশি করে কোম্পানিকে কিনে নিয়েছে। 

১৩) ১৯৯৮ সালে গুগলের ডাটাবেসে ৩ কোটি ওয়েব পেজ ইনডেক্স করা ছিল।  ২০০০ সালে এটি একশো কোটি ছোঁয়।

১৪) বিশ্বব্যাপী গুগলের বিভিন্ন সাইটে মাসে ৮৭ হাজার ৮০০ কোটি বার অনুসন্ধান করা হয়,  বৈশ্বিক সার্চ মার্কেটের ৮৫ ভাগ গুগলের দখলে। 

আজ এই পর্যন্তই।  ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।