ফাইভারে লোগো ডিজাইন গিগের জন্য পছন্দের ৫টি গিগ আইডিয়া

ফাইভারে লোগো ডিজাইন গিগের জন্য আমার পছন্দের ৫ টি গিগ আইডিয়া, যার গিগ সংখ্যা ফাইভারে কম, কিন্তু চাহিদা বেশি । 5 Of The Favorite Gig Ideas For The Fiverr Logo Design Gig.

ফাইভারে লোগো ডিজাইন গিগের জন্য পছন্দের ৫টি গিগ আইডিয়া
ফাইভারে লোগো ডিজাইন গিগের জন্য পছন্দের ৫টি গিগ আইডিয়া
বর্তমানে ফাইভারে লোগো ডিজাইন সার্ভিস এর গিগ র‍্যাংক করা ও লোগো ডিজাইন সার্ভিস দেওয়া আগের থেকে অনেক কঠিন হইয়ে গিয়েছে। এর অনেক গুলো কারনের মদ্ধে অন্যতম কারন প্রচুর পরিমানে নতুন গিগ ও সেলারের আগমন। একটা সময় ছিলো যেখানে মানুষ জেনারেলিস্ট নিশেও কাজ পেতো, যেমন, I will design a minimal logo for your brand.কিন্তু এখন যারা এই রকম জেনারেলিস্ট গিগ দিচ্ছেন তাদের গিগ র‍্যাংক করার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়। তাই আমরা যারা ফাইভারে লোগো ডিজাইন করি তাদের জেনারেলিস্ট গিগ দেওয়ার প্রবনতা থেকে বের হয়ে এসে স্পেসিফিক লোগো স্টাইল ও ইন্ডাস্ট্রি ধরে কাজ করা উচিত। 

আমাদের গিগের টাইটেল হওয়া উচিত এমন- I will create a signature or hand drawn logo for your photography or videography brand.

যাই হোক, মূল কথায় আসি 


আমি কিছুদিন ধরে নতুন কিছু গিগ বানানোর জন্য রিসার্চ করছিলাম, আমার টার্গেট ছিলো মিনিমাল লোগো বানাবো এমন কিছু ইন্ডাস্ট্রির জন্য যেসব নিশে ফাইভারে প্রতিযোগীতা কম কিন্তু চাহিদা বেশি।

এর ভেতর আমি ১ নম্বরে রাখবো- Botanical logo

সার্চ রেজাল্টে গিগের পরিমান মাত্র ৯৩২ এই ধরনের লোগো গুলো মিনিমাল স্টাইলের হয়। আপনি যদি ন্যাচেরাল লোগো বানাতে পছন্দ করেন, এই গিগ আইডিয়া আপনার জন্য।

২ নম্বরে - Law firm logo

সার্চ রেজাল্টে গিগের পরিমান মাত্র- ৯৮২ এই ধরনের লোগো গুলো মিনিমাল স্টাইলের হয়। আপনি যদি মোনোগ্রাম ও মর্ডার্ন লোগো বানাতে পছন্দ করেন, এই গিগ আইডিয়া আপনার জন্য।

৩ নম্বরে - Financial logo

সার্চ রেজাল্টে গিগের পরিমান মাত্র- ৭৯৬ এই ধরনের লোগো গুলো মিনিমাল স্টাইলের হয়। আপনি যদি মোনোগ্রাম ও এবস্ট্রাক্ট লোগো বানাতে পছন্দ করেন, এই গিগ আইডিয়া আপনার জন্য।

৪ নম্বরে - App logo

সার্চ রেজাল্টে গিগের পরিমান মাত্র- ১১৮১ এই ধরনের লোগো গুলো মিনিমাল স্টাইলের হয়। আপনি যদি গ্রাডিয়েন্ট ও এবস্ট্রাক্ট লোগো বানাতে পছন্দ করেন, এই গিগ আইডিয়া আপনার জন্য।

৫ নম্বরে - Photography logo

সার্চ রেজাল্টে গিগের পরিমান- ১৪৮২ এই ধরনের লোগো গুলো মিনিমাল স্টাইলের হয়। আপনি যদি গ্রাডিয়েন্ট ও এবস্ট্রাক্ট লোগো বানাতে পছন্দ করেন, এই গিগ আইডিয়া আপনার জন্য।

আপনারা যারা এই মাসে ফাইভারে কাজ শুরু করতে চান বা যারা ইতিমদ্ধে কাজ করছেন, তারা এই গিগ আইডিয়া গুলো ব্যাবহার করতে পারেন।
ভালো মানের গিগ বানাতে পারলে ও কোয়ালিটি সার্ভিস দিতে পারলে ফাইভার জার্নি তে আপনি সফল হবেন ইনশা আল্লাহ। 

শেষ জ্ঞান-" গিগ বানানোর সময় আপনার নিশের প্রথম পেজে থাকা সব গিগ থেকে সেরা থাম্বনেইল ইমেজ বানান "
পরিশেষে 

আশা করি এই আর্টিকেল আপনাদের অনেক উপকারে এসেছে।
আপনাদের প্রতি আমার ২ টা অনুরোধ আছে, তা হলো,
১। আপনারা আমার এই আর্টিকেল টাকে সিরিয়াসলি নিয়ে, অনুযায়ী কাজ করবেন। 
২। আমার এই আর্টিকেল কে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন।
ধন্যবাদ,

#BBADesigner
#logo
#logodesigner
#graphicdesign
#logodesignbangla