হতাশা থেকে মুক্তির উপায়।

আপনার যদি ধৈর্য না থাকে আপনি কখনোই জীবনে উন্নতি করতে পারবেন। না ধৈর্য হচ্ছে সফলতার চাবিকাঠি । যার যত ধৈর্য আছে সে জীবনে ততটাই উন্নত করতে পারে. আর তাই আমাদের উচিত যেকোনো কাজে ধৈর্য রাখা। অনলাইনে আমরা যে কোন কাজ করলে প্রচন্ড ধৈর্যের প্রয়োজন হয়।

হতাশা থেকে মুক্তির উপায়।

আসসালামু আলাইকুম,আসাকরি আপনারা ভালো আছেন।

 

আপনার যদি ধৈর্য না থাকে আপনি কখনোই জীবনে উন্নতি করতে পারবেন। না ধৈর্য হচ্ছে সফলতার চাবিকাঠি । যার যত ধৈর্য আছে সে জীবনে ততটাই উন্নত করতে পারে. আর তাই আমাদের উচিত যেকোনো কাজে ধৈর্য  রাখা। অনলাইনে আমরা যে কোন কাজ করলে প্রচন্ড ধৈর্যের প্রয়োজন হয়। বলা যেতে পারে অনলাইনে কাজ। একটা ধৈর্যের পরীক্ষা, আমরা যদি ফ্রিল্যান্সিং ইউটিউবে যেকোনো কাজ করি। সেখানে ধৈর্যের পরিচয় আমাদের দিয়ে যেতে হবে । যদি আমরা কোন ওয়েবসাইটের কাজ করি সেখানে আমাদেরকে একটা বিশাল সময় ধৈর্যের পরীক্ষা দিতে হবে। তুমি যদি ধৈর্য্য হারা হয়ে পরো তবে অনলাইনে ইনকাম তোমার জন্য নয় কারণ অনলাইন ইনকাম প্রয়োজন অনেকটা সময় ধৈর্য ।

 

আপনার ধৈর্য শুধু, চাকরি জীব্‌ শুধু শিক্ষাজীবন শুধু, কর্মজীবন শুধু অনলাইন সেজন্য আপনার ধৈর্য না। আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় কাজে দেবে। সেটা হতে পারে কারও সাথে ঝগড়া সেটা হতে পারে কারো সাথে আনন্দ প্রত্যেকটা ক্ষেত্রে আপনার ধৈর্য আপনাকে দেবে নতুন মাত্রা।

 

চলুন ধৈর্যের প্রয়োজনিও তা নিয়ে একটি ঘটনা শুনে আসি যেটা আমার জীবন থেকে নেওয়া একটি ঘটনা।

 

জিবন থেকে নেওয়া।

 

 এটা আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। আমি একটি ইউটিউব চ্যানেল খুলেছিলাম ভিডিও আপলোড দিব বলে চ্যানেলটির নাম দিয়েছিলাম ইসলামিক হিস্টরি। পরে দেখি যখন আমি এই চ্যানেল নামে ইউটিউব এ সার্চ দিয় তখন হাজার হাজার চ্যানেল আসে তখন আমি দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেলাম কিভাবে খুজে পাব, আমার চ্যানেল, তখন আমি হতাশ হয়ে পড়ি এবং আমি অল্পসময়ে না ভাবে আমার ইউটিউব চ্যানেলের নাম পালটায় এবং নাম রাখি ইসলামিক হিস্টরি টু পয়েন্ট জিরো এবং দেখি এই নামে ইউটিউব চ্যানেলে সবার আগে আমার ইউটিউব চ্যানেলটি দেখা যাচ্ছে। কিন্তু তারপরও আমার চিন্তার কারণ কমেনি আমি আবার হতাশ হয়ে পড়ি। আমি বলি টু পয়েন্ট জিরো এটা আবার কেমন এটা আবার কেমন কেমন জানি আমার কাছে লাগছিল  তারপর আমি ঝামেলায় পড়েছি কি করতে পারি। তখন এরকম চিন্তা করতে করতে আমি আবার আমার চ্যানেলের নাম পরিবর্তন করলাম। এবং নাম পরিবর্তন করে আমি রাখলাম “তাওহীদের মুস্তাসিন” তখন দেখি আমার ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন হচ্ছে না। আমি ওখান থেকে নাম পরিবর্তন করে আসার পর যখন সার্চ দিচ্ছি তখন আমার নাম পরিবর্তন হচ্ছে না কোথাও দেখলেও আমি সেই নামে ইউটিউব চ্যানেল পাচ্ছি না।

 তখন আমি আরো আরো হতাশ হয়ে পড়ি দুই-তিন ওয়েট করি দুই-তিনদিনের করার পর আমি ভাবি আমার ইউটিউব চ্যানেলটা সমস্যা হয়েছে। আসলে এখানে কোন সমস্যা হয়নি ইউটিউব চ্যানেলের কিছুদিন সময় লাগে নাম পাল্টানোর কারণে আমি একাধিকবার নাম পাল্টানো কারণে ইউটিউব এর একটু বুঝতে সমস্যা হচ্ছে। তাই তারা একটু দেরি করেছিল। কিন্তু আমি সেই দিকে যাচ্ছিলাম না আমি খুব দ্রুতই আমার ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করার বিষয়টি নিয়ে চিন্তিত ছিলাম। এবং আমি ভাবছিলাম ইউটিউব চ্যানেলে   ভিডিও ছাড়লে সামনের দিনগুলো ইউটিউব চ্যানেলের ভালো যাবে না। মানে ইউটিউব চ্যানেলের নাম আর পরিবর্তন হবে না। কিন্তু আমি একটু সময় ভাবলাম নাএবং আমি ধৈর্য হারা পরে করলাম এবং আমিও ইউটিউব চ্যানেলটাকে ডিলিট করে দিয়ে নতুন আরো একটি ইউটিউব চ্যানেল খুললাম কিন্তু আমার খুবই কষ্ট লাগছিল ইউটিউব চ্যানেল টা ছেরে যেতে কিন্তু আমি সেটা করে ফেললাম। সেখানে ছিল আমার অনেকগুলো সাবস্ক্রাইব নিমিষেই হারিয়ে ফেললাম। আমি যদি ওই সময় কোন ভালো ইউটিউবার বা কোনো ভালো যারা অভিজ্ঞ তাদের কাছে জিজ্ঞেস করতাম তবে আমার ইউটিউব চ্যানেলটাকে এইভাবে হারাতে হতো না আমি আসলে কারো কাছে জিজ্ঞেস করিনি যার কারণে আমার ইউটিউব চ্যানেলটা খুব দ্রুতই হারিয়ে ফেলেছি।

 

কারন ছিল কি??

 

এটা ছিল হতাশ হওয়ার কারণ হতাশ হয়েছি এবং ধৈর্য হারা হয়েছেন। যার কারণে আমি আমার সেই ইউটিউব চ্যানেলটাকে হারালাম এবং তারপর থেকে আমি এটা থেকে বেঁচে থাকার অনেক চেষ্টা করছি, ইনশাআল্লাহ ।

 

এই কথা গুলোর মাধ্যমে আমি বুঝাতে চেয়েছি কখনো যদি কোন সমস্যায় পড়েন বা কোন কিছু হচ্ছেনা।  তখন মনে মনে বলবেন না কেন হচ্ছে না আমি কি পাল্টে ফেলব এরকম চিন্তা করবেন না। আপনি আপনি সেই সময় বড় বড় যারা অভিজ্ঞ তাদের কাছে জিজ্ঞেস করবেন তারা একটি সমস্যার সমাধান অবশ্যই দেবে আর এই সমস্যা শুধু আপনার এটা ভেবে  আপনার মাথায় চিন্তা করবেন না। সেটা হতে পারে যেকোনো কাজ। আপনি যদি ফ্রিল্যান্সিং করে থাকেন আপনি কাজ পাচ্ছেন না তাই ধৈর্য হারা হলে হবে না আপনাকে সেখানে থাকতেই হবে।  এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ এটাই হচ্ছে সত্যিকারের কাজ এটাই হচ্ছে বাস্তবতা অনলাইনে ইনকাম করতে হলে সবার আগে থাকতে হবে একটা বিশাল ধৈর্য এর পাহাড় নিয়ে আর ধৈর্যশীল হতে হলে আমি কিছু টিপস্ এন্ড ট্রিক্স বলে দিচ্ছি।

 

ধৈর্যশীল হওয়ার টিপস।

 

ধৈর্যশীল হওয়ার জন্য প্রত্যেক দিন আপনি একটি সময়  বেছে নেবেন যখন আপনি মনে চিন্তা করবেন আমি কি করছি আমি কিসের জন্য করছি আমি কিভাবে করছি এ বিষয়গুলোকে চিন্তা করবেন এবং একদম মনকে ফ্রেস রেখে এক ঘন্টা বসে থাকবেন।

 

আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করবো সুরা দোহার পড়ার জন্য এটি খুব সুন্দর সূরা এর মাধ্যমে আপনি হতাশা থেকে মুক্তি পেতে পারেন।

 

আপনি বন্ধুদের সাথে আড্ডা মারুন কথা বলুন এবং ঘুরাফেরা করুন এতে করে আপনার শান্তি এবং আপনার চিন্তা থেকে মুক্ত থাকবেন।

 

খেলাধুলা করতে পারেন খেলাধুলা  খেলাধুলা কিন্তু আপনাকে অনেক বড় একটি ধৈর্যের পরীক্ষা। সেটা হতে পারে ক্রিকেট সেটা হতে পারে ফুটবল খেলার ভিতর বিশাল একটি ধৈর্যের পরীক্ষা দিয়ে যেতে হয়।

 

আপনার যেখানে ধৈর্য থাকে না সেখানে আপনি ধৈর্য রাখার জন্য সেই কাজগুলোকে করুন এতে করে আপনার ধৈর্য বাড়বে ।

এবং কোন কাজ করার সময় সেটাকে দুই-একদিনের মধ্যেই হবে এমনটা ভেবে কষ্ট দেবেন না। আপনি কাজটা করবেন অনেকদিন সময় নিয়ে। মনে করবেন আমার টাকাটা একমাস পরে আসবে এমনটা ভেবে কাজটা করেন যাতে করে আপনার খুব উপকার হবে।

 

উপরোক্ত বিষয়গুলো ছাড়া আপনারা যে সকল জায়গায় সমস্যা আছে সে সকল বিষয়গুলোর জোর দিয়ে কাজগুলো করুন। এতে করে আপনার ধৈর্য বাড়বে আর ধৈর্য বারলে খুব দূরে এগিয়ে যেতে পারবেন। পৃথিবীর যারা সফল হয়েছে তাদের জীবনে দেখা যায় তাদের ছিল অনেক ধৈর্য, আর তাই আপনার উচিত ধৈর্য ধরে রাখা।


আমার সম্পর্কে জানতে চাইলে।

 

উপরোক্ত বিষয়গুলো নিয়ে আপনাদের কোন মন্তব্য বা তথ্য থাকলে আমাদেরকে জানাতে পারেন। কমেন্ট বক্সে আপনাদের জন্য খালি রয়েছে। এবং ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন, আপনার যেকোনো সমস্যার সমাধানের জন্য আমরা তো আছেই যেকোনো সমস্যা এবং সমাধানের জন্য কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আমি সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।