----------:: (টেক-টপ-২৪) About Us::---------
আপনি যদি কোন বিষয়ে লিখতে পছন্দ করেন তাহলে (টেক-টপ-২৪) আর্নিং প্রোগ্রাম-এর টপিক তালিকা থেকে আপনার পছন্দের বিষয়টি সম্পর্কে লিখে ঘরে বসে আয় করতে পারবেন। তবে হ্যাঁ (টেক-টপ-২৪) আর্নিং প্রোগ্রাম-এ লিখে আয় করতে চাইলে আপনাকে অবশ্যই (টেক-টপ-২৪) আর্নিং প্রোগ্রাম এর নীতিমালা ভালো করে পড়ে নিতে হবে।
কিভাবে (টেক-টপ-২৪) আর্নিং প্রোগ্রাম-এ এর মেম্বার হবেন?
আপনি যদি (টেক-টপ-২৪) আর্নিং প্রোগ্রাম-এ যুক্ত হয়ে আয় করতে চান তাহলে অবশ্যই নিম্নোক্ত বিষয় গুলো আপনার থাকতে হবে। যদি আপনার নিম্নোক্ত জিনিসগুলো থাকে তাহলে আপনি (টেক-টপ-২৪) আর্নিং প্রোগ্রাম-এর একজন মেম্বার হতে পারবেন।
-
আর্টিকেল লেখার অভিজ্ঞতা থাকতে হবে।
-
কম্পিউটার অথবা স্মার্টফোন থাকতে হবে।
-
ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
(টেক-টপ-২৪) আর্নিং প্রোগ্রাম-এ কি কি বিষয়ে লিখতে পারবেন?
টপিকঃ অনলাইন ইনকাম, ব্লগিং এন্ড ওয়েবসাইট, ইউটিউব, ওয়ার্ডপ্রেস, ব্লগার, এস.ই.ও, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেইল মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, অনলাইন ব্যবসা, ই-কমার্স , কম্পিউটার ও মোবাইল, সফটওয়্যার, এন্ড্রোয়েড এপ, গেমস, বিট কয়েন, ক্রিপ্রোকারেন্সি, অনলাইন ট্রেডিং, টেকনোলজি, নেটওয়ার্ক, ইন্টারনেট অফার, সিম কার্ড অফার, সাইবার নিরাপত্তা, ডাটা রিকভারী, ব্যাংকিং, মাস্টার কার্ড , ভিসা কার্ড, ডেবিট ক্রেডিট ও একাউন্স, লোন বা ডোনেশন, ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স , বীমা /ইন্সুরেন্স, আইন, মর্গেজ, নোটারী, ভিডিও কল, ম্যাসেজিং, চ্যাটিং, কল কনফারেন্স, অনলাইন পড়াশুনা, বিদেশে উচ্চ শিক্ষা , অনলাইন ক্লাস, সাইন্স ও সাকসেস স্টোরি।
অপটপিকঃ উল্লেখিত টপিক ছাড়া কোন ক্যাটাগরিতে লিখলে আপনার একাউন্টে পে পার ভিউ হিসাবে কোন টাকা জমা হবে না।
স্পন্সরঃ ব্র্যান্ড প্রোমোশন, ব্যাকলিংক, প্রোডাক্ট প্রোমোশন বা এফিলিয়েট কোন লিংক যুক্ত করলে সেটা স্পন্সর ক্যাটাগরিতে গন্য হবে। স্পন্সর কোন পোস্ট থেকে আপনি কোন টাকা ইনকাম করতে পারবেন না।
স্পন্সর - ব্যান্ড প্রমোশন ঃ--
আপনি যদি আপনার কোন ব্র্যান্ড বা প্রোডাক্ট প্রমোশন করার জন্য স্পন্সর আর্টিকেল লিখতে চান সেক্ষেত্রে আপনাকে নিচের নীতিমালাগুলো মেনে নিতে হবেঃ--
- স্পন্সর আর্টিকেল লিখতে হলে কমপক্ষে ৫০০ ওয়ার্ড এর বেশি আর্টিকেল লিখতে হবে অন্যথায় প্রকাশ করা হবে না।
- ৫০০ ওয়ার্ড একটি আর্টিকেল এর মধ্যে আপনি ৫/১০ টি লিংক ব্যবহার করতে পারবেন।
- আর্টিকেল অবশ্যই ইউনিক হতে হবে।
- আপনার প্রমোশনের জন্য ইমেজ ব্যবহার করতে পারবেন।
- আপনার আর্টিকেলটি প্রকাশ হওয়ার পর আজীবন আমাদের ওয়েবসাইটে রয়ে যাবে।
- স্পন্সর আর্টিকেল এর জন্য কোন রকম পেমেন্ট দেওয়া হবে না।
কিভাবে আয় করবেন?
১। আর্টিকেল লিখে আয়:
প্রথমে (টেক-টপ-২৪) আর্নিং প্রোগ্রাম-এ রেজিস্টার করে একজন মেম্বার হতে হবে। অতঃপর লগইন করে আর্টিকেল লিখতে হবে। এবং আপনার আর্টিকেলটি এডমিন কর্তৃক রিভিউ করে প্রকাশ করা হলে প্রকাশিত আর্টিকেল যত ভিউ হবে আপনার ততো ইনকাম হবে।
আর্টিকেল প্রকাশ হওয়ার জন্য শর্তঃ
- আর্টিকেল ১০০% ইউনিক হতে হবে। কোন ধরনের কপিরাইট আর্টিকেল প্রকাশ করা হবে না।
- আর্টিকেল কমপক্ষে ৩৫০ ওয়ার্ড এর হতে হবে।
- একটি ইউনিক ফিচার ইমেজ যুক্ত করতে হবে।
- বাংলা বা ইংরেজি ভাষায় লিখতে হবে।
আপনার আর্টিকেল ভিউ বাড়ানোর জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ওয়েবসাইটে আপনার প্রকাশিত আর্টিকেল এর লিংক প্রকাশ করতে পারবেন।
কত টাকা আয় করা যাবে?
(টেক-টপ-২৪) আর্নিং প্রোগ্রাম থেকে আনলিমিডেট আয় করা যাবে। এখানে আয়ের লিমিট নিয়ে কোন ধরাবাধা নিয়ম নেই । যে যত কাজ করবে ততই আয় করতে পারবে। যে যত পোস্ট করবে সে ততো ইনকাম করতে পারবেন । আর যার পোস্ট যত ভিউ হবে সে ততো ইনকাম করতে পারবেন।
এখান থেকে কিভাবে আয় করা যায়ঃ
১// আর্টিকেল লিখে ঃ-
আপনার লেখা আর্টিকেল প্রতি ১০০০ ইউনিক ভিউয়ে ৪৫০ টাকা পাবেন। আপনার লেখা সকল আর্টিকেল মিলে যদি দিনে ১০০০ ভিউ হয় তাহলেও আপনি পাবেন ৪৫০ টাকা।
নোটঃ এখানে শুধামাত্র ইউনিক ভিউ কাউন্ট হবে। একই ইউজার , একই ডিভাইস বা একই আইপি থেকে যদি একই পোষ্ট ২৪ ঘন্টায় ২০ বারও দেখে তাহলে ১ বার কাউন্ট হবে।
আপনি যত ইচ্ছা আপনার লেখা পোস্ট বা আর্টিকেল বিভিন্ন সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক, টুইটার ইত্যাদিতে শেয়ার করতে পারবেন। এবং যত বেশি ভিউ হবে আপনার তত বেশি আয় হবে।
আপনাদের মতামত জানাতে বা জানতে আমাদের ফেচবুক পেইজ ফেচবুক গ্রুপ ইউটিউব চ্যানেল টুইটার ফলো করুন।
আর আপনার মতামত সবার সাথে শেয়ার করতে আমাদের ফেচবুক গ্রুপে অ্যাড থাকার জন্য অনুরধ করছি।