অদ্ভুত প্রেম♥

অদ্ভুত প্রেম♥
রিয়াজ-সৌরভ তোর শিকার এখন আমার খাঁচায়????
সৌরভ-আমি আসতেছি,
সকাল ১০:৪৫????
Remand রুম,
Mr,Rahman কে হাত পা বেঁধে দাঁড় করিয়ে রাখছে,
সৌরভ-আমাকে গরম রড দাও
তোর সাহস তো কম না আমার জানের ক্ষতি করছস
তুই জানস না এর পরে তোর কি হাল হবে?
Mr,Rahman-তুই আমার ভাইকে এমন মেরেছিস সে এখন Coma তে, তুই কি ভাবচস আমি তোকে ছেড়ে দিবো,জানি এখন তুই আমাকে মেরে দিবি কিন্তুু আমিতে তোর ক্ষতি Already করে ফেলেছি????????তুই তোর জানরে ১০০টা Doctor দিয়েও বাঁচাতে পারবি না,আমি সব Details নিছি,১বছর আগে ও পড়ে গিয়ে মাথা ফাটাইছে,সেই জায়গায় বারি দিছি,হাহাহা
সৌরভ-আমার বুকের ভিতর মোচড় দিয়ে উঠলো,
ঐদিন তাহা Bathroom এ অজ্ঞেন হয়ে গেছিলো,তারপর মাথা ফাটছে,Bathroom এ থাকায় আমার Bodyguard রা ওকে Save করতে পারে নাই????
তোরে আমি মেরে ফেলবো,
এটা বলেই ইচ্ছামত গরম রড দিয়ে মারলাম,গরম পানি ওর গায়ে ঢেলে দিলাম????????রাগ কমছে না????
ছুরি আনো,তোর হাত দিয়ে আমার তাহাকে মারছস না,ছুরি দিয়ে নখ উপড়ে ফেললাম,
তখনই তাহার আম্মুর ফোন আসলো,
তাহার আম্মু-সৌরভ তাহার জ্ঞেন ফিরেছে
আমি তাড়াতাড়ি করে ওখান থেকে চলে আসলাম,রিয়াজ কে বললাম ওরে পিটাইতে
তাহার কাছে গেলাম,
আমার দিকে তাকিয়ে আছে,
সৌরভ-I'm really very sorry Dear
আমার জন্য আজ তোমার এমন হলো,আমি কখনও তোমাকে আর একা ছাড়বো না????????????????ওর কপালে একটা চুমু দিলাম,ওর চোখ থেকে পানি বের হচ্ছে
ওর চোখের পানি মুছে দিলাম
হাত ধরে বসে রইলাম,
Mom-সৌরভ কিছু খেয়ে নাও,আমরা সবাই তাহার পাশে আছি
সৌরভ-না আমি ওকে একা রেখে যাবো না,
Mom-আচ্ছা, এখানে খাবার এনেদি,
খাবার আসলো,
আমি খাবার নিলাম,তাহাকে বললাম খাবা,না থাক দিবো না????কি মজারে ????
তাহা আমার দিকে তাকিয়ে আছে,তুমি ঠিক হয়ে আমাকে দৌড়ানি দিও,
তাহা-সসসসৌররজগৎ?
সৌরভ-আমাকে চিনতে পারছো?????????
তাহা-মাথাটা ঘুরে উঠলো,চোখ off হয়ে গেছে আর কিছু মনে নেই
সৌরভ-Nurse Doctor!!!
তাহা Senseless হয়ে গেছে,তাহা, তাহা
Doctor -উনাকে তাড়াতাড়ি oxygen দিতে হবে,
সৌরভ-আমি দাঁড়িয়ে আছি ওর দিকে তাকিয়ে,
খুব কষ্ট হচ্ছে ওর,আমি সয্য করতে পারছি না????
হ্যালো রিয়াজ তুই আমার হাতে ঐ পশু টাকে দে, আমি ওরে খুন করবো
রিয়াজ-দেখ শান্ত হ,আইন নিজের হাতে নিবি না,আমরা দুজনে মিলে ওরে আরও বড় কেসে ফাঁসিয়ে ওর ফাঁসির ব্যবস্থা করতে পারি????
সৌরভ-আমি ওর মরা মুখ দেখতে চাই????
তাহার আম্মু আব্বুর অবস্থা খুবই খারাপ,একটা মাত্র মেয়ে তাদের তাও এই হাল,
আমি গিয়ে দুজনের সামনে হাটু গেড়ে বসলাম,
বাবা-মা----I'm sorry ????এসব আমার জন্য হয়েছে,আমাকে আপনারা মাফ করেদিন,আমার জীবন থাকতে আমি তাহার আর কোনো ক্ষতি হতে দিবো না,কথা দিলাম
তারা চুপ হয়ে আমার দিকে তাকিয়ে কান্না করছে
সারাদিনে তাহার জ্ঞেন ফিরে নাই,
Doctor -উনি Maybe কিছুদিন আগে মাথায় চোট পেয়েছিলো,আর উনাকে সেই জায়গাতেই আঘাত করা হয়েছে,ভাগ্য ভালো আর একটু জন্য মগজে লাগেনি,নাহলে উনার স্মৃতি হারিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল,
সৌরভ-যে করেই হোক আমার তাহাকে সুস্থ করে দিন,
আমার Bodyguard রা খাবার নিয়ে দাঁড়িয়ে আছে,
আমি বলছি না তোমাদের যে আমি খাবো না,কথা কানে যায় না?????
আমার তাহা ২দিন ধরে কিছু খায় নাই আমি খাবো কিভাবে?
ওর জ্ঞেন ফিরছে না কেন?
doctor -উনাকে আমরা ঘুমের Injection দিসি,16ঘন্টা ছাড়া জ্ঞেন ফিরবে না,
Mom-সৌরভ আমরা তাহা সুস্থ হলেইAmerica চলে যাবো,এখানে আর থাকা Safe হবে না,
সৌরভ-হুম
তাহার দিকে তাকিয়ে আছি,আমার কি ভাগ্য আমার প্রিয় মানুষ আমাকে চিনতে পারলো তাও জ্ঞেন হারিয়ে এখন সে গভীর ঘুমে????????
রাত ১:০০টা????
তাহার পাশে মাথা হেলান দিয়ে শুয়ে আছি
তাহার হাত আমার হাত স্পর্শ করলো,আমি জেগে দেখি আমার দিকে তাকিয়ে আছে????
ও নিজের Oxygen Mask খুলে বলল কিছু খেয়ে নিন,ঐ সোফাতে গিয়ে একটু ঘুমান যান,আমি তাড়াতাড়ি করে mask টা আবার পরিয়ে দিলাম,
ও জানে কিভাবে আমি যে কিছু খাই নাই
আবার ঘুমিয়ে পরলো আমাকে ধরে,
ওর হাতটা ঠান্ডা হয়ে আছে,
Nurse!!!!!!!!!!!
জী স্যার,
সৌরভ-ওর গা এত ঠাণ্ডা কেন?
Nurse তাড়াতাড়ি করে blanket গায়ে দিলো তাহার,
আমি বুঝতেছি না আমি কি করবো????????????????
পরেরদিন????
রিয়াজ-দোস্ত,তোর শিকারকে আদালতে পাঠাইছি,
সৌরভ-আর আমি আমার কাজ করো দিছি,এবার Mr.Rahmanকে কেউ বাঁচাতে পারবে না
তাহার আম্মু-বাবা কিছু খেয়ে নাও তাহাকে দেখার জন্য তো তোমার নিজেকে ঠিক রাখতে হবে????
চলবে????
অদ্ভুত প্রেম♥
Part_16
পরেরদিন দুপুরবেলা????
তাহার জ্ঞেন ফিরছে,সৌরভ যেন নতুন করে তাহার প্রেমে পড়েছে,শুধু ওর দিকে তাকিয়ে আছে♥♥♥♥
Doctor -উনি আল্লাহর রহমতে সম্পুর্ন বিপদ মুক্ত, আসলে এমন critical অবস্থার রুগীর জন্য ৩-৪জন doctor থাকা দরকার,যা আপনি করেছেন,✌
সৌরভ-আমি ওকে আজকে নিয়ে যাবো,
Doctor -এমন অবস্থায় আপনাদের বিদেশ ভ্রমন ঠিক না,উনার মাথায় প্রব্লেম হতে পারে,কয়েক মাস পরে গেলে উনার কোনো ক্ষতি হবে না,As a doctor আমি Advice দিতেছি????????
সৌরভ-Mom,তাহলে ৭দিন পর আমরা বিজয়নগর চলে যাবো,২মাস পর America,
mom-ওকে
আমরা সবাই হোটেলে গেলাম,
আমি-একি এতো nurse কেন?????
সৌরভ-যাতে তোমার বিছানা থেকেও না নামা লাগে,
রাতে????
সবাই যার যার রুমে চলে গেছে,আমি উনার রুমে,ঘুৃম আসছে খুব,
সৌরভ-Fresh হয়ে এসে দেখি ঘুমিয়ে গেছে,ওর পাশে বসে ওর মাথায় হাত ভুলিয়ে দিলাম,
সকালে????
তাহা-আম্মুউউউউউউউউউউউউ
সৌরভ-কি????????????????????হয়ছে????????????????
আমি-????????????????আমার এত বড় বড় চুল কত সুন্দর ছিলো মাঝখান দিয়ে কেটে দিছে????
সৌরভ-????ওওও,
তাহা-????ওও???
সৌরভ-না????এই nurse!!!
Nurse-জী স্যার,
সৌরভ-তোমরা তাহার চুল কাটছো কেন?
Nurse -আসলে ঐ যায়গায় wash করা Tough ছিলো,তাই ওখানে থাকা চুল গুলা কেটে ফেলা হয়েছে
তাহা-এএএএ্যাঁ????????????????????
সৌরভ-কিছু হবে না জান,আবার বড় হয়ে যাবে????
তাহা-????????????????
সৌরভ,একটা লোকের সাথে কথা বলতেছে,আমি খাট থেকে নামলাম, সৌরভ রুমে থাকলে Nurse রা থাকে না রুমে,freeze খুললাম,Ice cream????????????????????????????????????????????????????????
একটা নিলাম,খাওয়া Start,
2দিন ধরে কিছু খাই নাই????
সৌরভ-পিছোনে তাকিয়ে দেখি তাহা গোটা Cone খেয়ে ফেলছে
একটা থাপ্পড় দিবো,ice cream খেলে কাশি বেড়ে যাবে,তখন কাশলে মাথায় ব্যাথা পাবি জানস না?????????
আমি-????????আমার ওত কিছু মনে নাই,ক্ষিধা লাগছিলো খুব????????????????
সৌরভ-আমি কি কোথাও চলে গেসিলাম?আমাকে বললে কি হতো?মেজাজ খারাপ করে রাখে,????ক্ষিধা লাগছে না?
wait
Nurse!!!!!
যাও খাবার পরিবেশন করো,
হা করো,
আমি-না খাবো না????ক্ষিধা নাই
সৌরভ-মুখ টিপে ধরে সব খাবার মুখের মধ্যে পুরে দিলাম,
আমি ভুলে গেছিলাম ওকে এত খাবার দিয়ে কত বড় ভুল করছি????????আমি কি করবো ও রাগ উঠায় দিছে,
তাহা-????
উনি চলে গেলেন রাগ করে,আমার দোষ সব????কি করবো উনাকে খাবারের কথা বলতে লজ্জা লাগে????ice cream খেলে যে ক্ষতি আমি কি জানি????
কিছুক্ষন পর????
Nurse-স্যার স্যার!
সৌরভ-কি হয়ছে?
nurse -তাহা ম্যাম বমি করতেছে খালি
সৌরভ-এক দৌড়ে রুমে গেলাম, ওকে বিছানায় শুইয়ে দিলাম
Doctor -উনাকে শুধু Soup খাওয়াতে বলছিলাম,????
সৌরভ-????????????????(কবে যে নিজের রাগ Controlকরতে পারবো)
সুজন!!!আমার রুম থেকে এই Freeze সরাও
তাহা আমার দিকে ভয় ভয় চোখে তাকিয়ে
সৌরভ-কিই???
আমি-কিছু না????
সৌরভ-সরি জান????????
তাহা-????????????????????
আমার ফোন কই?
সৌরভ-এই নেন,Gallery রে Market বানায় রাখছে????????
আমি-????আপনার কি?আপনি আমার ফোন check করছেন কেন?
সৌরভ-তুমি আমার বউ,আমি check করতেই পারি????
আমি-????
সৌরভ-নাও
আমি-Kitkat????
সৌরভ-খাও,পেট ও ভরবে,মাথাও ঠিক থাকবে,Doctor বলছে আর একবার Ice cream খেলে পাগল হয়ে যাবা????
আমি-????????????আর খাবো না কোনোদিন
জিসা আসলো,ওর সাথে বসে বসে গল্প করতেছি????
সৌরভ-জিসা যা তোর রুমে যা,পড়া নাই?
জিসা চলে গেলো,
আমি-????তাড়াতাড়ি করে blanket টেনে মুড়ি দিয়ে শুয়ে পরলাম,
সৌরভ-লুকিয়ে লাভ নাই,আমার যেদিন ইচ্ছা হবে সেদিনই আদর করবো????????????????
এখন ভয় পাইও না,এখন কিছু করবো না,সুস্থ হও,
আমার পাশে শুয়ে আমাকে জড়িয়ে ধরলো,
আমি-এই ছাড়ুন????
সৌরভ-কেন????
আমি-আমাকে কেউ ধরলে আমার ঘুম আসে না,
সৌরভ-জানি????হুহ
সকালে????
ঘুম থেকে ওর আগেই উঠে পড়লাম,বাচ্চাদের মতন ঘুমাচ্ছে????
ওর চোখে আলো পড়ছে,পর্দা টেনে দিলাম,
তাহা-একি ????১০টা বাজে????????এতক্ষন ঘুমাইলাম????
সৌরভ-তোমাকে ঘুমের ঔষধ দিছে তাই
তাহা-ও????তাইলে ঠিক আছে
তাহা-এমি আইও(এদিকে আসো)
Nurse -কি বলছেন ম্যাম????
তাহা-Oops!এরা তো নোয়াখাইল্লা ভাষা বুঝে না????
এদিকে আসেন,
Nurse -জী বলেন
তাহা-আমার জন্য Thai soup ১টা corn soup একটা,Sandwich 1টা আনেন
সৌরভ-????????বাবাহ,এত খাবার খাইতে পারবা?
আমি-????কতদিন হয়ছে ভাত খাই না,এসবে আমার পেট ভরে?????
চলবে♥