ব্লগিং এর মাধ্যমে আয় পার্ট -১

ব্লগিং নিয়ে আলোচনা করার আগে জানতে হবে ব্লগিং কি? ব্লগিং একটি অনলাইন পত্রিকার মত। যেখানে আপনি আপনার কথা লিখবেন একজন সাংবাদিকের মত এবং দর্শকদের কাছে পৌঁছে দিবেন আপনার লেখা কোন ওয়েব সাইটের মাধ্যমে। এখানে ওয়েব সাইটটি একটি পত্রিকার মত কাজ করে।

ব্লগিং এর মাধ্যমে আয় পার্ট -১

ব্লগিং কি?

ব্লগিং নিয়ে আলোচনা করার আগে জানতে হবে ব্লগিং কি? ব্লগিং একটি অনলাইন পত্রিকার মত। যেখানে আপনি আপনার কথা লিখবেন একজন সাংবাদিকের মত এবং দর্শকদের কাছে পৌঁছে দিবেন আপনার লেখা কোন ওয়েব সাইটের মাধ্যমে। এখানে ওয়েব সাইটটি একটি পত্রিকার মত কাজ করে।

অর্থাৎ আমরা বলতে পারি কোন ওয়েবসাইটে কোন বিষয়কে দর্শক অর্থাৎ পাঠকদের মতামত প্রদানের জন্য তুলে ধরাকে ব্লগিং বলে।

সহজে বলা যায় বিভিন্ন লেখালেখির ওয়েবসাইটে যা লেখা হয় তাই ব্লগিং।

 

ব্লগ শব্দটি ওয়েব ব্লগের সংক্ষিপ্ত রূপ।যিনি ব্লগে পোস্ট করেন তাকে ব্লগার বলে। ব্লগাররা প্রতিনিয়ত তাদের ওয়েবসাইটে কন্টেন্ট যুক্ত করেন এবং ব্যবহারকারীরা সেখানে তাদের মতামত প্রকাশ করেন।

একটি ব্লগ লেখা, ছবি এবং লিংকের সমষ্টি।

১৯৯৭ সালে ১৭ ডিসেম্বর জর্ন   বার্গার নামের একজন সর্বপ্রথম ওয়েবলগ শব্দটি ব্যবহার করেন। পরবর্তীতে পিটার মেরহোলজ তার নিজস্ব ওয়েবসাইট পিটার্ম ডট কমে ওয়েবলগ শব্দটি ব্লগ বলে সম্বোধন করেন।

ব্লগিং প্লাটফর্ম কি?

যেসব ওয়েবসাইট ও ব্লগিং  আ্যপলিকেশনের সাহায্য একটি ব্লগ তৈরি করা হয় সেগুলোকে ব্লগিং প্লাটফর্ম বলা হয়। বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ব্লগিং প্লাটফর্ম গুলো হলো গুগলের ব্লগার,ওয়ার্ডপ্রেস ইত্যাদি।

বাংলা ভাষার ব্লগের ইতিহাস

বাংলাদেশে খুব বেশিদিন আগে ব্লগ শুরু হয় নাই।২০০৫ সালের জানুয়ারিতে শুরু হয় প্রথম ব্লগ লেখা । বাংলা ভাষার প্রথম ব্লগের নাম সামহোয়্যার ইন ব্লগ।

প্রকারভেদ

কন্টেন্ট এর উপর ভিত্তি করে ব্লগ যেমন বিভিন্ন ধরনের হয় তেমনি কিভাবে উপস্থাপন করা হচ্ছে তার উপর ভিত্তি করেও ব্লগ বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তবে বর্তমানে দুই ধরনের ব্লগ সবচেয়ে বেশি দেখা যায়।

১-ব্যক্তিগত ব্লগ

এখানে ব্যক্তি তার মতামত পোস্ট আকারে পাঠকদের কাছে তুলে ধরেন এবং পাঠকদের সাথে তার মতামত আদান প্রদান করেন।

২-প্রাতিষ্ঠানিক ব্লগ

কোন প্রতিষ্ঠান তাদের পন্য বা সেবার প্রচারের জন্য পন্য ও সেবার উপর নতুন নতুন তথ্য প্রদান করে এবং পাঠকেরা মতামত প্রকাশ করতে পারে সেগুলোকে প্রাতিষ্ঠানিক ব্লগিং বলে। উদাহরণ হিসেবে আমারা শাওমির মিইউআই ফোরামের কথা বলতে পারি।

ব্লগিং কিভাবে শুরু করবেন?

আপনি যদি ব্লগিং নিয়ে নিজের ক্যারিয়ার গড়তে চান এবং কিভাবে শুরু করবেন তা জানতে চান তবে আপনার জন্যই এই আর্টিকেলটি লেখা । মূলত যারা একদম নতুন তারা অনেকেই জানেন না কিভাবে শুরু করতে হবে।

ব্লগিং শুরু করার জন্য প্রথমেই আপনাকে একটি প্লাটফর্ম নির্বাচন করতে হবে।

আপনি চাইলে নিজেই একটা প্লাটফর্ম তৈরি করে নিতে পারেন।ফ্রি এবং পেইড দুইভাবে আপনি একটি ব্লগ ওয়েব সাইট তৈরি করে নিতে পারেন।

ফ্রি ওয়েব সাইট তৈরি

ফ্রি ওয়েব সাইট তৈরি করার জন্য সবচেয়ে ভালো প্লাটফর্ম গুগলের ব্লগার। যেখানে আপনাকে একটা ডোমেইন কিনে যোগ করে আপনি আয় শুরু করতে পারেন।ডোমেনের দাম খুব বেশি না এবং হোস্টিং একদম ফ্রি।

নতুনদের জন্য ব্লগার এর ইউজার ইন্টারফেস এমনভাবে তৈরি করা হয়েছে যেন খুব সহজেই যে কেউ আয়ত্ত করতে পারে।

ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি

আপনি যদি ব্লগিং এর জন্য ওয়ার্ডপ্রেস বেছে নেন তাহলে আপনাকে ডোমেন ও হোস্টিং কিনে নিতে হবে। প্রফেশনাল ভাবে ব্লগিং করার জন্য একটি ভালো ডোমেন কিনতে ৮০০ থেকে ১০০০ টাকা লাগতে পারে।আর হোস্টিং এর বিভিন্ন মূল আছে। হোস্টিং কত টাকার হবে তা নির্ভর করে storage এর উপর। তবে শুরুর দিকে ২ জিবি থেকে ৫ জিবি হোস্টিং দিয়ে কাজ শুরু করতে পারেন। সেক্ষেত্রে আপনার ১৫০০ থেকে ৩০০০ খরচ হতে পারে।

তাছাড়া যদি আপনি এত ঝামেলা ছাড়াই ব্লগ লিখে আয় করতে চান তাহলে আপনাকে সাহায্য করবে বিভিন্ন ব্লগ ওয়েবসাইট গুলো। বর্তমানে এমন কিছু ব্লগিং ওয়েব সাইট আছে যারা আপনার লেখা তাদের ওয়েবসাইটে প্রকাশিত করবে এবং তাদের শর্তগুলো পূরণ করলে তারা আপনাকে অর্থ প্রদান করবে।

যেহেতু আমার আর্টিকেল বাংলায় লেখায় লেখা তাই আমি আজ বাংলা ব্লগিং সাইটে গুলোর তালিকা দিলাম।  তাহলে আর দেরি না করে আসুন দেখে নেই কয়েকটা জনপ্রিয় বাংলা ব্লগিং সাইটের নাম।

সাধারণ বাংলা ব্লগ

  1. TechTop24 লিখুন এবং উপার্জন করুন। Write articles and earn money TechTop24.
  2. TrickBlogBD.com – Most popular bangla blog
  3. নামের অর্থ- নামের অর্থের অভিধান
  4. অনলাইন ইনকাম বিডি | অনলাইন ইনকামের সমাধান
  5. TunerPage – সবচেয়ে জনপ্রিয় বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগ
  6. সমকাল ব্লগ
  7. Trickbd.com – Know for sharing
  8. ShopnoBaz Bangla Blog
  9. হৈচৈ বাংলা
  10. SMN Zaman- অনলাইনে আয় বা ব্যবসার আয় বৃদ্ধি করতে
  11. নতুন ব্লগ
  12. ঝিনাইগতি আইটি- শিক্ষা ও চাকরির খবর
  13. Rashtrakutas.com- ইতিহাস জানুন ঘরে বসেই
  14. Priyota- Online bangla lifestyle magazine
  15. Name Bangla

প্রযুক্তি বিষয়ক ব্লগ

  1. {টেক-টপ-২৪} লিখুন এবং উপার্জন করুন। Write articles and earn money TechTop24.
  2. Techtunes
  3. টেক শহর- সহজ জীবনের ঠিকানা
  4. BanglaTech.info- বাংলাতে টেকনোলজি জ্ঞান
  5. টেক বাজ – বাংলা প্রযুক্তি ব্লগ
  6. প্লানেট বাংলা
  7. ITbari.com- best ever bangla video tutorial (আইটি বাড়ী)
  8. ঘাট আইটি
  9. TechJano.com- latest Bangla technology news
  10. Banglatech24.com – বিজ্ঞান ও প্রযুক্তির সবকিছু বাংলায়
  11. AnytechTune | Bangla Technology Blog Site | Tech News | অ্যানিটেক টিউন
  12. প্রযুক্তি গিক
  13. Fbhelpbd: Be Your Own Boss
  14. টেকমাস্টার ব্লগ
  15. রেডি টু রিডিং ডট কম
  16. WiREBD- Make life wired

শিক্ষা বিষয়ক ব্লগ

  1. টেন মিনিট স্কুল- শ্রেণি ও বিষয় ভিত্তিক পাঠদান
  2. পড়ার টেবিল থেকে
  3. শিক্ষক বাতায়ন
  4. কিশোর বাতায়ন
  5. এডু আইকন
  6. অনলাইন কোচিং- শ্রেণি ও বিষয়ভিত্তিক পাঠদান
  7. চ্যাম্পস ২১
  8. দ্যা ডেইলি ক্যাম্পাস

টেলি কমিউনিকেশন বিষয়ক বাংলা ব্লগ

  1. গ্রামীণফোন
  2. রবি
  3. বাংলালিংক
  4. এয়ারটেল
  5. স্কিটো
  6. টেলি কথন বিডি- টেলিকম বিষয়ক ব্লগ

সাহিত্য

  1. ছত্রাক- রাজকুমার মাহাতো

রূপচর্চা বিষয়ক বাংলা ব্লগ

  1. সাজগোজ
  2. নীড়পাতা- সাজসজ্জা
  3. ফেমিনা- মহিলাদের ফ্যাশন

স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট

  1. মায়া- Digital wellbeing assistant
  2. মাই টনিক- আপনার ভালো থাকার মাস্টারপ্ল্যান
  3. ই-হাসপাতাল

বাংলা ফোরাম

  1. প্রজন্ম ফোরাম
  2. ফোরামস ডট কম ডট বিডি

 

তবে যদি আপনি কোন ওয়েব সাইটে ব্লগ লিখে আয় করতে চান তাহলে আপনাকে সেইসব সাইট বেছে নিতে হবে যারা আপনাকে তাদের ওয়েবসাইটে আর্টিকেল প্রকাশ করার অনুমতি দেয় এবং বিনিময়ে আপনাকে অর্থ  প্রদান করে।