বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ৫টি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ
একসময় প্রােগ্রামিং ল্যাংগুয়েজের সংখ্যা হাতে গােনা গেলেও এখন এ সংখ্যা। কয়েকশ'র গণ্ডি ছাড়িয়ে গেছে। এতগুলাের মধ্য থেকে সবচেয়ে জনপ্রিয় ভাষাগুলাে বেছে নেওয়া কঠিন। তবু এই কঠিন কাজটিই করেছে ইংলিশফরহিট' নামে একটি ওয়েব সাইট। আসুন, আমরাও জেনে নিই। প্রােগ্রামারদের সবচেয়ে প্রিয় প্রােগ্রামিং ভাষাগুলাের নাম।

একসময় প্রােগ্রামিং ল্যাংগুয়েজের সংখ্যা হাতে গােনা গেলেও এখন এ সংখ্যা। কয়েকশ'র গণ্ডি ছাড়িয়ে গেছে। এতগুলাের মধ্য থেকে সবচেয়ে জনপ্রিয় ভাষাগুলাে বেছে নেওয়া কঠিন। তবু এই কঠিন কাজটিই করেছে ইংলিশফরহিট' নামে একটি ওয়েব সাইট। আসুন, আমরাও জেনে নিই। প্রােগ্রামারদের সবচেয়ে প্রিয় প্রােগ্রামিং ভাষাগুলাের নাম।।
১. জাভা :
১৯৯৫ সালে সান মাইক্রোসিস্টেমস-এ জন্ম হয় বিশ্বের সবচেয়ে প্রােগ্রামিং ভাষা জাভা-র। সুসংগঠিত এই প্রােগ্রামিং ভাষার মূল শক্তি হচ্ছে অত্যন্ত নির্ভরযােগ্য একটি লাইব্রেরি এবং পুনঃব্যবহারযােগ্য সফটওয়্যার কম্পােনেন্ট । জাভায় লেখা প্রােগ্রাম নানা ধরনের কম্পিউটার ও অপারেটিং সিস্টেমে চলে, যার অন্যতম কারণ হচ্ছে, এটি ব্যবহার করে জাভা ভার্চুয়াল। মেশিন। গত এক দশকে কম্পিউটার সায়েন্সের তাত্ত্বিক দিক নিয়ে যত বই। লেখা হয়েছে তার বেশির ভাগই উদাহরণ হিসেবে ব্যবহার করেছে জাভার কোড।
কনটেন্ট রাইটিং কি? আর্টিকেল লেখার কৌশল বা কনটেন্ট রাইটিং টিপস।
২. সি ;
১৯৭২ সালে ইউনিক্স অপারেটিং সিস্টেমে ব্যবহারের জন্য ডেনিস রিচি তৈরি করেন সি প্রােগ্রামিং ল্যাংগুয়েজ। চরিত্রগত দিক দিয়ে পাের্টেবল (নানা হার্ডওয়্যার ও সফটওয়্যার প্লাটফর্মে ব্যবহারের উপযােগী) সি প্রােগ্রামকে নানাবিধ স্থাপত্য ও অপারেটিং সিস্টেমনির্ভর কম্পিউটারের জন্য নির্দিষ্টভাবে কম্পাইল করতে হয়। এতে সি ভাষায় লেখা প্রােগ্রামের গতি বেড়ে যায়। ব্যাপকভাবে। বয়সের দিক দিয়ে সি বেশ পুরনাে হলেও সিস্টেম প্রােগ্রামিং ও অন্য প্রােগ্রামিং ভাষার তৈরির কাজে সি এখনও অপ্রতিদ্বন্দ্বী।
এর ওপর ভিত্তি করে ১৯৭৯ সালে এ।
{টেক-টপ-২৪} ওয়েবসাইটে লিখুন এবং উপার্জন করুন পেমেন্ট বিকাশ
৩) সি++ :
সি++ একটি কম্পাইল্ড মাল্টি-প্যারাডাইম প্রােগ্রামিং ভাষা। সি ভাও করে ১৯৭৯ সালে এটি তৈরি করেন বিয়র্ন স্ট্রাউস্টাপ। এটি সি। সঙ্গে ব্যাকওয়ার্ড-কমপ্যাটিবল। এর অবজেক্ট ওরিয়েন্টে চরিত্র এক বড় বড় প্রজেক্টের জন্য আদর্শ সফটওয়্যারে পরিণত করেছে। মােটামটি » ভাষা হলেও গেম থেকে শুরু করে অফিস স্যুউট পর্যন্ত বিচিত্র সব আf, তৈরির জন্য সি++ এখনও অনেকেরই পছন্দের প্রােগ্রামিং ভাষা ।
নতুন ইউটিউবারদের গুরুত্বপূর্ণ কিছু ভুল
৪. পিএইচপি ;
১৯৯৬ সালে রাসমুস লারড-এর হাতে তৈরি পিএচপি ডায়নামিক ওয়েবপেজ তৈরির জন্য অসাধারণ একটি প্রােগ্রামিং ভাষা। প্রথম দিকে এটি পূর্ণাঙ্গ প্রােগ্রামিং ল্যাংগুয়েজই ছিল না, তবে সময়ের প্রবাহে পর্ণাঙ্গ ও শক্তিশালী প্রোগ্রামিং ভাষা হিসেবে এটি আত্মপ্রকাশ করেছে। বিশেষ করে ২০০৪ সালে ৪ নম্বর ভার্সন আসার পর থেকে এটি একটি নিরাপদ ও নির্ভরযােগ্য প্রােগ্রামিং ভাষায় রূপ লাভ করেছে। বর্তমানে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির পিএইচপিই সেরা ল্যাংগুয়েজ ।।
৫. ভিজুয়াল বেসিক :
উইন্ডােজ প্লাটফর্মের জন্য এই ভাষাটি তৈরি করে মাইক্রোসফট। দীর্ঘসময় ধরে ধীরে ধীরে বিকাশ লাভ করেছে ভিজুয়াল বেসিক। সত্তরের দশকে মাইক্রোসফটের তৈরি বেসিক প্রােগ্রামের সরাসরি উত্তরসুরি হিসেবে ধরা হয় এটিকে। উইন্ডােজ অ্যাপ্লিকেশন তৈরির জন্য ভিজুয়াল বেসিক মােটামুটিভাবে নির্ভরযােগ্য একটি ভাষা, বিশেষ করে এমন অ্যাপ্লিকেশন যাতে সি ভাষার (এই তালিকার ৭ নম্বরে) গতি ও শক্তিমত্তার দরকার হয় না।