এডন ডোমেইন বা একটা একাউন্টে কেনো চালাবেন না?

আমরা প্রায় ই দেখি একটা হোস্টিং এ কয়েকটা ওয়েবসাইট হোস্ট করার সুবিধা থাকে। বাংলাদেশে এই প্রাকটিস তাও কম, কিন্তু ইন্টারন্যাশনাল কিছু সাইট, সেটা নেমচিপ হোক বা হোস্টিংগার, তাদের একটা হোস্টিং এ ১০০ থেকে ইভেন আনলিমিটেড ওয়েবসাইট হোস্ট করার সুবিধা বা অফার দিয়ে থাকে।

এডন ডোমেইন বা একটা একাউন্টে কেনো চালাবেন না?
Why not run multiple websites in the adon domain or one account
এডন ডোমেইন বা একটা একাউন্টে একাধিক ওয়েবসাইট কেনো চালাবেন না?
আমরা প্রায় ই দেখি একটা হোস্টিং এ কয়েকটা ওয়েবসাইট হোস্ট করার সুবিধা থাকে। বাংলাদেশে এই প্রাকটিস তাও কম, কিন্তু ইন্টারন্যাশনাল কিছু সাইট, সেটা নেমচিপ হোক বা হোস্টিংগার, তাদের একটা হোস্টিং এ ১০০ থেকে ইভেন আনলিমিটেড ওয়েবসাইট হোস্ট করার সুবিধা বা অফার দিয়ে থাকে।
  1. এখানে আসলে কি হয়?
আপনারা হোস্টিং কেনার সময় লক্ষ্য করেছেন যে উল্লেখ করা থাকে একাউন্ট টায় র‍্যাম, সিপিইউ ইত্যাদি তথ্য। এবং আপনি তাই ই পাচ্ছেন। এখন সেই সিংগেল একাউন্ট টায় যখন একটা ওয়েবসাইট চালাচ্ছেন, সমস্যা নেই। ওটা একটা সাইট হোস্ট করার জন্য পারফেক্ট, ধরা যাক ১ জিবি র‍্যাম দেয়া, ১ কোর সিপিইউ দেয়া। এপর্যন্ত ঠিক আছে। সাইট স্মুথভাবে চলবে।

এরপর আপনি সেই রিসোর্সেই আরেকটা সাইট হোস্ট করা শুরু করলেন এডন ডোমেইনের মাধ্যমে। অর্থাৎ রিসোর্স তো বারলো না, বারলো ওয়েবসাইট এর সংখ্যা। আই মিন রিসোর্স সিম্পলী ভাগ হয়ে গেলো। এরপর আরো একটা, একটার পর একটা সাইট ঢুকাইতেই থাকলেন, যেহেতু কম্পানী বলছে এক্স সংখ্যাক ওয়েবসাইট হোস্ট করা যাবে। থিওরীটিক্যালী যাবেও, কিন্তু মনে রাখতে হবে আপনার রিসোর্স কিন্তু বাড়তেছে না। যেটুকু কম্পানী দিয়েছে, ততটুকুই সবগুলা ওয়েবসাইটে ভাগ হয়ে যাবে।

এতে করে কি হবে? একেবারেই নতুন সাইটে হয়তো টের পাবেন না, কিন্তু ভিজিটর বাড়া শুরু করলে রিসোর্সে যখন চাপ পড়বে, তখন সবগুলা সাইট ই স্লো হবা শুরু করবে। ধরুন ১০ টা সাইট হোস্ট করেছি, এর মধ্যে একটায় ভিজিটর ভালো। তখন বাকি ৯ টা সাইট অভিয়াসলী স্লো হবে, ডাউন থাকবে, যা আপনার ভিজিটর বাড়াতে না, বরং কমাতে হেল্প করবে।
অন্যদিকে সাইট লোডিং টাইম স্লো থাকায় গুগল সার্চে জঘন্য পারফমেন্স পেতে থাকবেন। রেস্ট ইন পিস আরকি।
  1. কি করা উচিত?
একটা হোস্টিং একাউন্ট এ একটা, সর্বোচ্চ দুইটা সাইট হোস্ট করা যেতে পারে। আমি নিজে হলে কি করবো? আমি মেইন সাইট টা রাখবো, আর সেকেন্ড সাইট টা, যেটায় লোড পড়ার চান্স খুবি কম, হতে পারে আমার পোর্টফোলিও বা এমন কিছু সেইরকম একটা সাইট রাখবো। এর বেশী ভুলেও রাখবো না, বিকজ আমি চাই আমার সাইট বড় হোক, ভিজিটর বাড়ূক, সার্চ রেজাল্টে ভালো করুক।
  • { তো, যারা একটা হোস্টিং একাউন্ট এ অনেকগুলো সাইট হোস্ট করার অফার দেখে কিনে ভেবেছেন জিতে গেছেন, আমি সরাসরি বলছি, নপ। আপনি জেতেন নি, আপনি ঠকেছেন। }
হোস্টিং প্রভাইডারা বেইজ প্যাকেজ এ যতটুকু রিসোর্স দেয়, পরের প্যাকেজে তার থেকে বেশী রিসোর্স দেয়। এটা তখন নেয়া লাগবে যখন আমার ওয়েবসাইটের আরো বেশী পারফমেন্স দরকার বা আমার আরো বেশী স্পেস দরকার। কিন্তু অনেক বেশী সাইট হোস্ট করা যাবে, এই কারনে দয়া করে বড় প্যাকেজ কিনবেন না, কিনলে আপনি জিতবেন না, ঠকবেন।