আনলিমিটেড হোস্টিং সম্পর্কে কিছু কথা

আনলিমিটেড হোস্টিং সম্পর্কে কিছু কথা

আনলিমিটেড হোস্টিং সম্পর্কে কিছু কথা
আনলিমিটেড হোস্টিং সম্পর্কে কিছু কথা

আনলিমিটেড হোস্টিং সম্পর্কে কিছু কথা


আপনারা প্রায় সময় দেখে থাকবেন কিছু কিছু কোম্পানি আনলিমিটেড হোস্টিং অফার করছে।
এখন কথা হলো আমি আনলিমিটেড হোস্টিং যেহেতু নিয়েছি আর সারা জীবন হোস্টিং কিনেতে হবে না, যত ডোমেন আছে সবগুলো হোস্ট করে ওয়েবসাইট করে ফেলব।

আমায় ঠেকায় কে?
আসলে বিষয়টি কি এরকমই?
বাস্তবতা হলো এই আনলিমিটেডের একটা সুক্ষ্ম শর্ত আছে। এই শর্তটা অনেকেই জানে না বিধায় তারা মনে করে দেশী কোম্পানি থেকে হোস্টিং নিলে লস।
বাহিরের কোম্পানি দিচ্ছে আনলিমিটেড আর তারা দিচ্ছে ৫ জিবি, ১০ জিবি করে।


এখন শর্তটা সম্পর্কে বলি...
একটু এদিকে আসেন!
আপনাকে আনলিমিটেড স্টোরেজ দেয়া হয়েছে কিন্ত ফাইল ইউজেস/ইনোড লিমিট নামে একটা লিমিট করে দেয়া আছে। সেটা কি লক্ষ্য করেছেন?
এইটা আবার কিসের লিমিট?


এতক্ষণে মনে হয় এই প্রশ্নটা মাথায় চলে এসেছে।
আমরা ওয়েবসাইটে যেসব ফাইল আপলোড করি যেমন ইমেইজ, টেক্সট ফাইল সহ আরো যাবতীয় যত ফাইল আপলোড করি তা একটি একটি ফাইল হিসেবে গণ্য হবে।
ধরুন, আপনার হোস্টিংয়ে ১০০০ ফাইল লিমিট দেয়া আছে। আপনি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করলেন, ওয়েবসাইট সাজালেন তখন দেখতে পেলেন ৯০০০ ফাইল ইউজ হয়েছে।


আর মাত্র ১০০ টা ফাইলের লিমিট রয়েছে।
আপনি তখন চাইলেই আরেকটি ওয়েবসাইট করতে পারবেন? না, কিন্ত আপনার তো আনলিমিটেড স্টোরেজ আছে।
আপনি যদি সি-প্যানেল ইমেইল ইউজ করেন তাহলে যদি ইমেইল আসে বা আপনি পাঠান সেটাও এক এক টি ফাইল হিসেবে বিবেচিত হবে।


এটা যেহেতু ফাইল সুতরাং ফাইলের সংখ্যার উপর নির্ভর করে আপনি কতজিবি ইউজ করতে পারবেন।
আপনার ফাইল সংখ্যা কম কিন্ত ফাইলগুলো ভারী যেমন একেকটা ফাইল ১ জিবি করে তাহলে যদি ১০ টা ফাইল আপলোড করেন তখন সেটা হবে ১০ জিবি কিন্ত ফাইল সংখ্যা হবে ১০ টি।


আবার বিপরীতে আপনার ছোট ছোট ১০০০ ফাইল আছে যা ১ এমবি করে তাহলে আপনি ১ জিবি স্টোরেজ ব্যবহার করতে পারলেন আনলিমিটেড থেকে। এটা নিয়েই আপনাকে সন্তষ্ট থাকতে হবে।


এটা নির্ভর করে আপনার ওয়েবসাইটের উপর। কখনো ২ জিবি ইউজ করার পরও ফাইল লিমিট ক্রস করতে পারে আবার কখনো সেটা ৫ কিংবা ১০ জিবিও হতে পারে।
বিঃদ্রঃ- ওয়েবসাইটে ভারী ফাইল ইউজ করলে আপনার সাইট স্লো হয়ে যাবে। বলা হয়ে থাকে ওয়েবসাইটের ইমেজ ফাইল ১০০ কেবির নিচের সাইজের ইউজ করতে। তাহলে ১ জিবি দূর কি বাত!


যখন ফাইল ইউজেস লিমিট ক্রস হয়ে যাবে আপনার ওয়েবসাইট ডাউন হয়ে যাবে। তখন আপনাকে প্ল্যান আপগ্রেড করতে হবে।
এজন্য এই আনলিমিটেড টার্ম একটি ব্যবসায়িক পলিসি। যেমন সিম কোম্পানি অফারটা খুব বড় করে দেয় নিচে ছোট্র করে লেখা থাকে শর্ত প্রযোজ্য।
ঠিক এটাও এরকম।


আমি বলি আনলিমিটেডের খোলসে লিমিটেড সার্ভিস। আর যারা ৫ জিবি ১০ জিবি স্টোরেজের সার্ভিস দিচ্ছি তারা এই ধরণের কোন লিমিট সেট করে দেয় না।
আপনি ফুলটাই পাচ্ছেন। সেক্ষেত্রে আনলিমিটেডের প্রাইসের চেয়েও প্রাইসটা বেশি হবে এটা নিশ্চয়ই বুঝতে পারছেন।


আশা করি নতুনদের অনেকের কনফিউশন ছিল এই বিষয়ে সেটা এই আর্টিক্যাল পড়ে দূর হয়েছে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ।