একবার কিনলেই ইন্টারনেট চলবে ১০ থেকে ৩০ বছর
দৈনিক, সাপ্তাহিক কিংবা মাসিক নয় একবার একটি ইন্টারনেট প্যাকেজ কিনলে চলে যাবে ১০ থেকে ৩০ বছর।

আর ঘণ্টা, দিন কিংবা মাসের হিসেব নয়, একবারের ইন্টারনেট প্যাকেজেই কাটিয়ে দিতে পারবেন ১০ থেকে ৩০ বছর। দেশের চারটি মোবাইল অপারেটর নতুন এই প্যাকেজ নিয়ে আসছে। আর প্যাকেজগুলো তিন দিন, সাত দিন, ৩০ দিনের তুলনায় হাতের নাগালেই থাকছে।
ইন্টারনেট দুনিয়ায় মূলতঃ তথ্য বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়। এটি বিশ্বের সর্ববৃহৎ কম্পিউটার নেটওয়ার্ক এবং সংযোগের জন্য একটি মহাদ্বীপ হিসাবে পরিচিত। একজন ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন ধরনের সেবা পায় যা তাঁকে আগ্রহী করে।
ইন্টারনেট দীর্ঘ সময় ধরে পরিবর্তনের মুখোমুখি হয়ে আসছে। প্রথমে ইন্টারনেট একটি একক নেটওয়ার্ক ছিল যা একটি সংযোগমূলক সিস্টেম হিসাবে কাজ করত। এরপর ইন্টারনেট জোখমগ্রস্ত হয়ে নেটওয়ার্ক গুলি একত্রিত করা হয়েছে।
একটি সাধারণ প্রশ্ন যা সমস্ত প্রযুক্তি বিশ্বে দিনকে পরে পরে নিয়মিত হতে থাকে। এই প্রশ্নটি বিনা পর্যালোচনা বা তথ্যভিত্তিক সমর্থন ছাড়া হয় না।
ইন্টারনেট একটি গঠিত নেটওয়ার্ক যা সমস্ত বিশ্বে নেটওয়ার্কিং উপকরণ ব্যবহার করে তৈরি করা হয়। এটি একটি ব্যবহারকারীর কম্পিউটার, ট্যাবলেট, মোবাইল ফোন, স্মার্ট টিভি ইত্যাদি উপকরণের মাধ্যমে প্রবেশ করে কাজ করে।
ইন্টারনেট একটি প্রযুক্তি যা নিয়মিত ভাবে উন্নয়ন হচ্ছে। প্রযুক্তির উন্নয়নে যে পরিমাণ টার সময় লাগে তা সর্বদা ভিন্ন হতে থাকে। তবে, ইন্টারনেট একটি দীর্ঘমেয়াদী প্রযুক্তি যা আমাদের সম্প্রদায়ের সাথে একত্রিত হয়ে থাকবে।
তবে, এমন একটি বিষয় বলা হওয়া উচিত যে ইন্টারনেটের উন্নয়ন এবং সমৃদ্ধ হতে থাকবে।

আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি প্যাকেজগুলোর ছবি আপলোড করে লেখেছেন, ‘সকল অপারেটরের বিদ্যমান ডাটা প্যাক : সুদীর্ঘ সময়ের জন্য—আমরা এটাকে সীমাহীন বলি।’
কোন কোম্পানির কত মেয়াদ
বাংলালিংক ১০ বছর মেয়াদি দুটি প্যাকেজ নিয়ে এসেছে। প্রথমটি ৫৪৭ টাকায় ১৫ জিবির প্যাকেজ। আর এটির মেয়াদ দেওয়া হয়েছে দশ বছর। দ্বিতীয়টি ১১৯৯ টাকায় ৪০ জিবি (মেয়াদ ১০ বছর)।
টেলিটক দুটি প্যাকেজ নিয়ে এসেছে। ২০৩৬ সাল পর্যন্ত মেয়াদি দুটি প্যাকেজের মধ্যে প্রথমটিতে ১২৭ টাকায় ৬ জিবি এবং দ্বিতীয়টি ৩০৯ টাকায় ২৬ জিবি।
দেশের বৃহত্তম মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীনফোন ১০ বছর মেয়াদি দুটি প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে প্রথমটি ৫৪৯ টাকায় ১৫ জিবি, মেয়াদ শেষ হবে ২০৩৩ সালের ১৮ ফেব্রুয়ারি। দ্বিতীয়টি ১১৯৯ টাকায় ৪০ জিবি, মেয়াদ শেষ হবে ২০৩৩ সালের ১৮ই ফেব্রুয়ারি।
সবচেয়ে দীর্ঘমেয়াদি ৩০ বছরের তিনটি প্যাকেজ নিয়ে এসেছে রবি। প্রথম প্যাকেজটি ৪৪৪ টাকায় ১০ জিবি, দ্বিতীয়টি ৭৭৭ টাকায় ২০ জিবি এবং তৃতীয়টি ১৪৪৪ টাকায় ৫০ জিবি। প্রত্যেকটি প্যাকেজের মেয়াদ দেওয়া হয়েছে ৩০ বছর।
এ ব্যাপারে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, ২৬ জিবিতে আমার ১০ মাস চলেছে। কারণ আমি বাসা ও অফিসে ওয়াইফাই ব্যবহার করি, আর যখন চলমান থাকি তখন টেলিটক ব্যবহার করি। এ ধরনের প্যাকেজ খুবই সময়োপযোগী। যারা পথেঘাটে অল্প সময়ের জন্য নেট ব্যবহার করবেন তাদের জন্য এই প্যাকেজটি খুবই জরুরি এবং তাদের অর্থ সাশ্রয় হবে।
মন্ত্রীর পোস্টে আপলোড করা ছবি অনুযায়ী, বাংলা লিঙ্ক ৫৪৭ টাকায় ১৫ জিবি ও এক হাজার ১৯৯ টাকায় ৪০ জিবি ১০ বছরের জন্য, টেলিটক ১২৭ টাকায় ছয় জিবি ও ৩০৯ টাকায় ২০৩৬ সাল পর্যন্ত, গ্রামীন ফোন ৫৪৯ টাকায় ১৫ জিবি ও এক হাজার ১৯৯ টাকায় ২০৩৩ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত এবং রবি ৪৪৪ টাকায় ১০ জিবি, ৭৭৭ টাকায় ২০ জিবি, এক হাজার ৪৪৪ টাকায় ৫০ জিবি ৩০ বছরের জন্য প্যাকেজ নিয়ে আসছে।