ইংরেজি ও বাংলা আর্টিকেল লিখে আয় ২০২৩

আপনি কি লিখতে পছন্দ করেন? তাহলে ইংরেজি ও বাংলা আর্টিকেল লিখে আয় করুন। আর্টিকেল লেখা শিখতে পারেন এবং আপনার লেখা প্রকাশ করে টাকা ইনকাম করতে পারেন।

ইংরেজি ও বাংলা আর্টিকেল লিখে আয় ২০২৩

আসসালমুআলাইকুম, ভিউয়ার্স আজ কে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা ও ইংরেজী আর্টিকেল লিখে টাকা ইনকাম করার সুন্দর একটা সাইট।

সাইটের নিয়ম গুলো একদম জে আই টি আর্নিং প্রোগ্রামের মতো। এইখানে বাংলা ইংরেজি সব ভাষায়ই আর্টিকেল পোস্ট করা যায়।

তো আসুন জেনে নিই সাইটের নাম: সাইটের নাম হলো ‘টেক টপ 24

ক্রোম ব্রাউজারে যাবেন তারপর লিখবেন https://techtop24.com/ লিখে সার্চ করবেন তাহলেই সাইট টা পেয়ে যাবেন।

কিভাবে অ্যাকাউন্ট করবেন?

তারপর সেখানে উপরে বাম পাশে লেখা আছে সাইন আপ তাতে ক্লিক করবেন তারপর আপনার নাম,ইমেইল,পাসওয়ার্ড, আবার একই পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করবেন। তারপর আপনার ইমেইল এ একটা ভেরিফাই এর জন্য একটা মেসেজ যাবে।

আপনি আপনার ইমেইল এ যেয়ে টেক টপ 24 এর ইমেইল টায় ঢুকবেন তারপর confirm your email লেখাটায় ক্লিক করবেন। তাহলেই ভিরিফাই হয়ে যাবে। ওকে অ্যাকাউন্ট করার কাজ শেষ।

কিভাবে কাজ করবেন:

অ্যাকাউন্ট এ লগিন করে। ডান পাশে 3ডট এ ক্লিক করবেন। তারপর ঐখানে সব দেখতে পাবেন।সব গুলোতে ক্লিক করে তাদের নিয়ম গুলো জেনে নিবেন।

দেখবেন পোস্ট লিখুন একটা অপশন আছে ঐখানে থেকে পোস্ট করবেন আর্টিকেল।

এই সাইটে বাংলা ইংরেজি দুইটা ভাষায়ই আর্টিকেল লেখা যাবে।কিন্তু আর্টিকেল এর ওয়ার্ড হবে মিনিমাম 350 ওয়ার্ড তার উপরে গেলে সমস্যা নেই।।।

যে আর্টিকেল টা পোস্ট করবেন সেটা ধারাবাহিক ভাবে লিখলেই হবেনা। তাদের নিয়ম মতোই লিখতে হবে যেমন 4,5 লাইন পর মাঝে স্পেস রাখতে হবে।প্রতিটা স্টেপ লেখার আগে হেডিং দিয়ে বুঝিয়ে লিখতে হবে।

তাদের নিয়ম মতো না লিখলে তারা আর্টিকেল অ্যাপ্রুভ করবেন।

আর হ্যা কোনো খান থেকে কপি করা যাবেনা। সম্পূর্ণ নিজের মতো করে লিখতে হবে। যদি কোনো খান থেকে কপি করে তাদের ঐখানে আর্টিকেল পোস্ট করেন তাহলে তারা টা সাথে সাথে ডিলেট করে দেবে।

আর যদি একই ভুল বার বার করেন তাহলে তারা এর বিরুদ্ধে ব্যাবস্থা নিবেন। তাই কোনো খান থেকে কপি করা যাবেনা।

ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গাইডলাইন - টেক-টপ-২৪
পড়া- লেখার ক্ষতি না করে, কীভাবে ফ্রিল্যান্সিং করবেন?

যে জে বিষয়ে লিখতে পারবেন:

প্রযুক্তি,,ইতিহাস,গল্পঃ,লাইফস্টাইল,ভ্রমণ,শিক্ষা, খবর,আর্নিং বিষয়ে,সিনেমাটিক বিষয়,আরো কিছু আছে,ভিডিও আপলোড করতে পারবেন।

আপনি আপনার নিজের আর্টিকেল এর লিংক নিয়ে ফেসবুক গ্রুপ বা যেকোনো জায়গায় শেয়ার করতে পারবেন।কিন্তু লিংক টা টেক টপ 24 থেকে নিবেন না হলে ভিউ কাউন্ট হবে না।

কতো টাকা ইনকাম হবে:

এইখানে প্রতিটা পোস্ট ছাড়ার সাথে সাথেই ইনকাম শুরু হয়ে যাবে।1000 ভিউ হলে 500 টাকা পাবেন।অটো সার্ফ দিয়ে যদি ফেক ভিউ করেন তাহলে সেটা তারা ধরে ফেলবে। তাহলে কিন্তু সেই ভিউ তে টাকা পাবেন না। আর মিনিমাম 100 টাকা হলে বিকাশ,নগদ এ তুলতে পারবেন।

তাদের ফেসবুক পেজ আছে,ইউটিউব চ্যানেল আছে,টুইটার অ্যাকাউন্ট আছে এইগুলোতে অ্যাড হয়ে থাকবেন।

যদি কোনো সমস্যা হয় তাহলে ফেসবুক পেজে মেসেজ দিলে তারা সমস্যা সমাধান করে দিবে। আল্লাহ হাফেজ।ভালো থাকবেন সবসময়।