নতুন ব্লগিং সাইটে কতদিন পর ইনকাম শুরু হয়?

ব্লগিং থেকে টাকা উপার্জনের জন্য নির্দিষ্ট কিছু শর্ত মেইনটেইন করতে হয়। আপনি যদি সেই সকল শর্ত মেইনটেইন করে থাকেন, তাহলে আপনি ব্লগিং শুরু করার ২/৩ মাস পর উপার্জন শুরু করতে পারবেন।

নতুন ব্লগিং সাইটে কতদিন পর ইনকাম শুরু হয়?
যে দিন থেকে গুগল এডসেন্স এপ্রুভাল পাবেন, সেদিন থেকেই মানি জেনারেট হতে থাকবে। সাধারণত ২-৩ মাসের একটা সাইট গুগল এডসেন্সের জন্য উপযুক্ত হয়ে যায়। তবে সাইট পারফেক্ট হতে হবে। সাইটে ভালো মানের কন্টেন্ট দিতে হবে। আর কোন এরর থাকা যাবে না সাইটে। তাহলেই এডসেন্স পাবেন।

 বিভিন্ন ধরনের জরিপে দেখা গিয়েছে যে একটি নতুন ব্লগ ওয়েবসাইট ইনকাম শুরু করতে 18 থেকে 24 মাস লেগে যেতে পারে।

কিন্তু এখানে একটি যদি রয়েছে সেটি হচ্ছে, যদি আপনি পুরোপুরি ফ্রি ট্রাফিক নিয়ে কাজ করতে চান?

হাইব্রিড মডেলিং যদি আপনি ব্লগ তৈরি করা শুরু করেন, তাহলে ইনকাম টা 6 মাস থেকে আসা শুরু হয়ে যাবে।

ইনকামের ব্যাপার-স্যাপার গুলো অনেকগুলো বিষয়বস্তুর সাথে নির্ভর করে।

  • আপনি কোন বিষয়বস্তু নির্বাচন করছেন ব্লগিং এর জন্য?
  • শুরুতে কিরকম বিনিয়োগ করছেন আপনার ব্লগিং এর জন্য?
  • আপনার আর্টিকেলে ব্যতিক্রম কি বিষয় থাকবে, যা অন্য কারো কাছে নাই?
  • আপনার ট্রাফিকের মুভমেন্ট কি রকম? তাঁরা ওয়েবসাইটে কি রকম থাকছে?
  • ব্লগিং থেকে উপার্জন করার বিভিন্ন ধরনের মডেল রয়েছে আপনি কোন ধরনের মডেলকে পছন্দ করেছেন?

ইত্যাদি আরো বিভিন্ন বিষয় রয়েছে সেগুলো সম্পর্কে আপনার একটি স্পষ্টতা তৈরি করে নিতে হবে, তা না হলে শুধু কাজ করে যেতে হবে, রেজাল্ট কাঙ্ক্ষিত ভাবে পাওয়া যাবে না।

ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি?
ইংরেজি ও বাংলা আর্টিকেল লিখে আয় ২০২৩

এই পোস্টের ছবিতে যে ভদ্রলোক কে দেখতে পারছেন তিনি কিন্তু পুরো পৃথিবীর নাম্বার ওয়ান ব্লগার হিসেবে বিখ্যাত। এই ভদ্রলোককে আমি প্রায় ছয় বছর যাবৎ ফলো করছি।

ধন্যবাদ ???? ????