ফাইবার হলো নতুন দের জন্য আশির্বাদ!
অনেকেই আছেন যারা নতুন শুরু করেছেন কিন্তু কাজ পাচ্ছেন না! তাদের জন্য বলব আপনারা একাধিক মার্কেটপ্লেসে ঘোরাঘুরি না করে যেকোন একটি মার্কেটপ্লেসে কাজ করুন!

ফাইবার হলো নতুন দের জন্য আশির্বাদ!
অনেকেই আছেন যারা নতুন শুরু করেছেন কিন্তু কাজ পাচ্ছেন না! তাদের জন্য বলব আপনারা একাধিক মার্কেটপ্লেসে ঘোরাঘুরি না করে যেকোন একটি মার্কেটপ্লেসে কাজ করুন! আর যদি মার্কেটপ্লেস সম্পর্কে সাজেশন চেয়ে থাকেন তাহলে বলব, ফাইবার অবশ্যই সেরা।
ফাইবার থেকে কাজ পাবার কিছু টিপসঃ
১। ফাইবারে নির্দিষ্ট কিছু সময়ে বায়ার রিকোয়েস্ট আসে। কিছু দিন একটু ভালোভাবে খেয়াল করলে আপনি টাইমিং বুঝে যাবেন। টাইমিং বুঝে যাবার পর নিয়মিত সেই সময় অনুযায়ী বায়ার রিকোয়েস্ট পাঠান।
২। একমাত্র ফাইবারেই আপনি প্রতিদিন ১০ টি করে বিড করার সুযোগ পাবেন! চেষ্টা করবেন প্রতিদিন ১০ করেই বিড করার।
৩। এক একটি বিড এক একটি নতুন কাজ পাবার সম্ভাবনা! তাই অবশ্যই বুঝে শুনে বিড করবেন।
৪। বিড করার সময় কোন ক্ষেত্রেই কপি পেস্ট করবেন না! কপি পেস্ট করলে ফাইবার বট ধরতে পারে, ফলে বিড সবার নিচে চলে যায়!
৫। চেষ্টা করবেন প্রথম ২০ জনের মধ্যেই বায়ার রিকোয়েস্ট পাঠানোর। কারণ বায়ারের অত সময় থাকে না যে, ১০০ টি বিড ভালো করে পড়বে।
৬। সবাই যে ধরনের লেখা বিডিং এর ক্ষেত্রে লিখে থাকে, তার থেকে ব্যাতিক্রম লেখা লিখবেন! নাহলে বায়ার কেন আপনাকেই বেছে নিবে তার প্রযেক্টের জন্য?
৭। বিড করার সময় আপনি কিসে এক্সপার্ট বা আপনার কত বছরের অভিজ্ঞতা আছে তা উল্লেখ না করে আপনি কিভাবে বায়ারের কাজ করে দিবেন সেই বিষয়ে আলোকপাত করলে বেশি উপকার পাবেন!
৮। বিডের সাথে নিজের পোর্টফোলিও যুক্ত করে দিলে কাজ পাবার সম্ভাবন বেড়ে যায়!
৯। যত বেশি সময় পারবেন এক্টিভ থাকার চেষ্টা করবেন। মোবাইলে এপ ডাউনলোড করে নিলে ভালো হয়!
মনে রাখবেন, কাজ শেখা যেমন একটি দক্ষতা, তেমনি কাজ পাওয়াও একটি দক্ষতা! আপনি মাসে সত্যই যদি ৩০০ টি করে ভালো বিড করতে পারেন তাহলে কি ১ টি কাজও পাবেন না....????
অবশ্যই পাবেন।